প্রিমিয়ার ফুটবল লীগে দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা আবাহনী। শনিবার,(১৩ ডিসেম্বর ২০২৫) মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-০ গোলে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্সকে। আবাহনীর হয়ে সুলেমান দিয়াবাতে দুটি এবং মোরসালিন, মিরাজুল ও আল আমিন একটি করে গোল করেন।
ম্যাচের প্রথমার্ধেই আবাহনী ৩-০ গোলে এগিয়ে যায়। ৩১ মিনিটে দিয়াবাতে আবাহনীকে প্রথম গোল এনে দেন। এই গোলের অন্যতম কৃতিত্ব কাজেম শাহ’র। তার বাড়ানো বলেই দক্ষতার সঙ্গে ফিনিশ করেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে (১-০)। মিনিট দশেক পর ফের দিয়াবাতে ঝলকে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এবারও বক্সের মধ্যে থেকে বাড়ানো বল পেয়ে ফকিরেরপুলের ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে খানিকটা জায়গা করে নিয়ে বল জালে জড়ান (২-০)। দিয়াবাতের জোড়া গোলের পর মিরাজুল দলকে আরও এগিয়ে দেন। বক্সের ওপর থেকে নেয়া শট ফকিরেরপুলের ডিফেন্স ও গোলকিপারকে পরাস্ত করেন তিনি (৩-০)। দ্বিতীয়ার্ধে আবাহনী আরও দুই গোল করে আকাশী হলুদ শিবির। ৮০ মিনিটে মোরসালিন ও ৮৫ মিনিটে আল আমিন গোল দুটি করেন।
এই জয়ে আবাহনী পয়েন্ট টেবিলে তিন ধাপ ওপরে উঠেছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে তারা। সমান ম্যাচে ফকিরেরপুল ৫ পয়েন্টে নবম স্থানে।
এদিকে কিংস অ্যারেনায় পুলিশ ও পিডব্লিউডি’র মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই দলেরই হোম ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। তবে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কিংস অ্যারেনায়। জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিমূলক কাজ করছে গাজীপুরের স্টেডিয়ামে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা