মাল্টিফ্যাবস লিমিটেড ও ন্যাশনাল এগ্রিকেয়ার ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে জিতেছে বিদ্যুৎ, বিজিবি ও তিতাস। রোববার,(১৪ ডিসেম্বর ২০২৫) শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-০ সেটে ওয়ারী ক্লাবকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩-১ সেটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এবং তিতাস ক্লাব ৩-০ সেটে ঢাকা সবুজকে হারিয়েছে।