image

অ-১৭ জাতীয় ফুটবল

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

দেশের ৬৪টি জেলার অংশগ্রহণে আটটি ভিন্ন ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ‘অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’। আগামী ২২ ডিসেম্বর ঝিনাইদহ ভেন্যু থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো- রাজবাড়ী, রংপুর, পিরোজপুর, সিরাজগঞ্জ, জামালপুর এবং সিলেট। অষ্টম ভেন্যু হিসেবে ফেনী অথবা চট্টগ্রামের নাম বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। টুর্নামেন্টে অংশ নেয়া ৬৪টি জেলাকে ৮টি জোনে ভাগ করা হয়েছে এবং প্রতিটি জোনে দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জোনাল সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ পাবে।

পরবর্তীতে ৮টি জোনের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি