গতকাল শনিবার বিএসপিএ আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান। ক্রীড়া সাংবাদিকতায় বিভিন্ন বিষয়ে সেরা প্রতিবেদকদের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।