রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্ট হকি স্টেডিয়ামে শুরু হবে সোমবার। টুর্নামেন্টের পাওয়ার্ড বাই স্পন্সর এইস প্রোপার্টিজ। কো-স্পন্সর হিসেবে আছে নাবিল গ্রুপ, একমি এবং ইস্পাহানি। ৩২টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্।
রোববার,(১৪ ডিসেম্বর ২০২৫) বিওএ অডিটরিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লীগ জয়ী অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, হেড অব অপারেশনস্ তাসভির উল ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. মোখসেদুল কামাল ও একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের লেফট্যানেন্ট কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার মো. আলি রেজা।
এছাড়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি মঞ্চে উপবিষ্ট ছিলেন।
স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেন রায়হান আল মুঘনি। এরপর জার্সি উন্মোচন করেন অতিথিরা। পরে টুর্নামেন্টের ড্র ও গ্রুপিং সম্পন্ন করেন বিএসজেএ-র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত জোবায়ের।
প্রথম দিনের খেলার সূচি: বাংলাদেশ প্রতিদিন-মানবজমিন, সময় টিভি-নয়া দিগন্ত, এটিএন বাংলা-ক্রিকফ্রেঞ্জি, জাগো নিউজ-ডিবিসি, চ্যানেল আই-কালবেলা, টি স্পোর্টস-কালের কন্ঠ, ডেইলি সান-দেশ রূপান্তর, ডেইলি স্টার-ইনকিলাব।
মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলা শুরু সকাল ৯টায়।