লিভারপুলের হয়ে মাঠে ফিরেই নজির মোহাম্মদ সালাহর। গতকাল শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে ২-০ ব্যবধানে দলের জয়ের অন্যতম কারিগর মিশরের তারকা। ওয়েন রুনির একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন। অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে দু’টি গোলই করেছেন হুগো একিতিকে।
ফর্মে না থাকায় এবং ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দু’ম্যাচ খেলেননি সালাহ। মাঠে ফিরেই তাকে পাওয়া গেল স্বমহিমায়। গোল না পেলেও লিভারপুলের আক্রমণকে তিনিই নেতৃত্ব দেন। নিজেদের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন লিভারপুলের ফুটবলাররা। ম্যাচের প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন একিতিকে। জো গোমেজের হেড থেকে পেনাল্টি বক্সে বল পান একিতিকে। দুর্দান্ত ভলিতে ব্রাইটন গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ২০১৯ সালের ইপিএলের পর এই প্রথম কোনো ম্যাচের প্রথম মিনিটে গোল করলো তারা। লিভারপুলের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। কর্নার থেকে বল পেয়ে বক্সে ক্রস করেন সালাহ। হেড দিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন একিতিকে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে সাহায্য করে নতুন নজির গড়েছেন সালাহ। এই নিয়ে লিভারপুলের ২৭৭টি গোলের ক্ষেত্রে তার ছোঁয়া থাকলো। তার মধ্যে নিজে করেছেন ১৮৮ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮৯টি। ইপিএলের কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার নজির গড়েছেন তিনি। এতদিন এই নজির ছিল রুনির দখলে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭৬টি গোলে অবদান রয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের। রুনি ম্যান ইউয়ের জার্সি গায়ে করেছেন ১৮৩টি গোল। আরও ৯৩টি গোলের ক্ষেত্রে সাহায্য করেছেন সতীর্থদের।
এ জয়ে ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট হয় লিভারপুলের। গতবারের চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
রাফিনহার জোড়া গোলে শীর্ষে
ব্যবধান আরও বাড়িয়েছে বার্সা
রাফিনহার জোড়া গোলে ওসাসুনাকে ২-০তে হারিয়ে লা লিগায় রেয়াল মাদ্রিদের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে বার্সেলোনা।
গতকাল শনিবার রাতে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি হতাশার জন্ম দিয়েছিল। কারণ ৭০ মিনিট পর্যন্ত ওসাসুনার তিনটি শটের বিপরীতে বার্সেলোনা নিয়েছে ২১টি শট। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে গোল করে দলকে স্বস্তি এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। পেনাল্টি বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৮৬ মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস দিক পরিবর্তিত হয়ে তার সামনে এলে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন।