image
শোয়েব আখতার

বিপিএলের দল গোছাতে ক্যাপিটালসের ‘মেন্টর’ শোয়েব এখন ঢাকায়

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ‘মেন্টর’ শোয়েব আখতার রোববার,(১৪ ডিসেম্বর ২০২৫) ঢাকায় এসেছেন। পাকিস্তান ক্রিকেট দলের স্পিড স্টার খেলোয়াড়ী জীবনে বেশ কয়েকবারই এদেশে এসেছেন। ৫০ বছর বয়সী সাবেক ফাস্ট বোলার এবার এসেছেন নতুন পরিচয়ে। বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের ‘মেন্টর’ হিসেবে তিনি কাজ করবেন এবারের আসরে।

শোয়েবের আসার খবর জানিয়ে রোববার সকালে ক্যাপিটালসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির তৈরি হওয়ার পথে তার অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।

এই দফায় অবশ্য মাত্র দিন দুয়েক ঢাকায় থাকবেন শোয়েব। পরবর্তীতে আসবেন আবার। বিপিএলের দ্বাদশ আসর শুরু আগামী ২৬ ডিসেম্বর।

বিপিএলের গত আসরে চিটাগং কিংসর ‘মেন্টর’ হিসেবে কাজ করেছেন আরেক পাকিস্তানি তারকা শাহিদ আফ্রিদি। পরে পারিশ্রমিক না পেয়ে ও দলের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া না পেয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ জানান সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।

সম্প্রতি