রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ প্রতিদিন, সময় টিভি, ক্রিকফ্রেঞ্জি, জাগোনিউজ ২৪.কম, কালের কণ্ঠ, চ্যানেল আই, ডেইলি স্টার ও ডইলি সান।
সোমবার,(১৫ ডিসেম্বর ২০২৫) মওলানা ভাসানী স্টেডিয়ামে সাংবাদিকদের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ও রংপুর রাইডার্সের উপদেষ্টা মেহরাব আলম চৌধুরী এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
আয়োজক বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এসএম সুমন অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসজেএ সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রায়হান আল মুঘনি।দিনের প্রথম ম্যাচে মানবজমিনকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ প্রতিদিন। ম্যাচসেরা হন তাওসিফ। একই সময় অন্য ম্যাচে নয়া দিগন্তকে ৪ উইকেটে হারায় সময় টিভি। ম্যাচসেরা হন সাকলাইন প্রীতম।
এটিএন বাংলার বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ক্রিকফ্রেঞ্জি। ম্যাচসেরা কাওসার শান্ত। ডিবিসি নিউজকে ৩ উইকেটে হারিয়েছে জাগোনিউজ ২৪.কম। ম্যাচসেরা সাঈদ শিপন। টি স্পোর্টসকে ১ উইকেটে হারিয়েছে কালের কণ্ঠ। ১৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা জয়নাল।
কালবেলাকে ৪ উইকেটে হারিয়েছে চ্যানেল আই। ম্যাচসেরা সুব্রত গাইন। ইনকিলাবের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ডেইলি স্টার। ম্যাচসেরা মুসাহো মুকুল। দিনের শেষ ম্যাচেে দেশ রুপান্তরকে ৪ উইকেটে হারায় ডেইলি সান। ম্যাচসেরা তানভিন আঞ্জুম তামিম। আজ দ্বিতীয় দিন আটটি ম্যাচ। খেলা শুরু সকাল ৯টায়।