image

১৭ দেশ নিয়ে মঙ্গলবার ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

১৭ দেশের শাটলারদের অংশগ্রহণে মঙ্গলবার শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে লড়বেন ২৩৩ জন। বাংলাদেশ থেকে ৪২ জন । এর মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী শাটলার। পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত এবং মিশ্র- এই পাঁচ ক্যাটাগরিতে খেলা হবে। পুরুষ এককে ভিয়েতনামের লি ডাক ফাত, ভারতের এস গুপ্তার মতো তারকারা অংশ নিচ্ছেন। নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সোয়ালের পাশাপাশি মালয়েশিয়ার ইং লার কিংর মতো বড় নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে যুক্ত হয়েছে। পুরুষ দ্বৈতে শীর্ষ বাছাই হিসাবে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুলের মতো শাটলারের পাশাপাশি বাংলাদেশের আরও দুই সেরা রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিকে দেখতে পাবেন ব্যাডমিন্টন প্রেমীরা।

নারী দ্বৈতে যেমন থাকছেন শীর্ষবাছাই থাইল্যান্ডের আয়ম্বরী শ্রীসাকুল- সারিসা জানপেং এবং মালয়েশিয়ার জান মিন ই এবং তান ঝিং হুই জুটি। একইভাবে মিশ্র দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট আলোকিত করছেন বাংলাদেশ আল আমিন জুমার-উর্মি আক্তার এবং মালয়েশিয়ার দাতু আসরাহ ও ক্লারিসা সান জুটি।

টুর্নামেন্টের মোট অর্থপুরস্কার সাড়ে ১৭ হাজার মার্কিন ডলার ।

সম্প্রতি