image

নতুন বছরের ব্যস্ত সূচি নিয়ে উদ্বিগ্ন নন অধিনায়ক শান্ত

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আগামী বছরে ঠাসা আন্তর্জাতিক সূচি নিয়ে একটুও উদ্বিগ্ন নন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং তিন সংস্করণেই আরও বেশি ম্যাচ খেলতে আগ্রহী তিনি। তার মতে, বেশি বেশি ম্যাচ মানেই খেলোয়াড়দের জন্য বেশি সুযোগ, আর সেটাই সবচেয়ে আনন্দের।

বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর আয়োজনে অল-স্টারস ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে সোমবার,(১৫ ডিসেম্বর ২০২৫ সকালে সংবাদ সম্মেলনে হাজির হন শান্ত। সেখানেই তিনি ব্যস্ত সূচি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। আগামী বছর বাংলাদেশের সূচিতে অন্তত ১২টি টেস্ট রয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরও আছে। চলতি বছরে ছয়টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত, যার মধ্যে তিনটিতে জয় এসেছে।

সংবাদ সম্মেলনে তিনি দলের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে শান্ত বলেন, ‘আমার মনে হয় এ বছরটা ভালোই কেটেছে। আলহামদুলিল্লাহ, সামগ্রিকভাবে খারাপ ছিল না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। আমার অবশ্যই মনে হয়, বর্তমান দলটা দিয়ে আমরা আরও ভালো করতে পারতাম।’

টেস্টের পাশাপাশি সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে, অন্য সংস্করণেও আছে একাধিক ম্যাচ। তবু এত ব্যস্ত সূচি নিয়ে দুশ্চিন্তা নেই অধিনায়কের।

‘আগামী বছরে অনেক ম্যাচ আছে। আমরা সব সময়ই বেশি ম্যাচ খেলতে চাই, বিশেষ করে বেশি টেস্ট ম্যাচ। আপনি যে ব্যস্ত সূচির কথা বলছেন, সেটা নিয়ে আমি আসলে ভাবতে চাই না। কারণ আমরা শুধু টেস্ট নয়, সব সংস্করণেই আরও বেশি ম্যাচ চাই। খেলতে পারা নিজেই একটা আনন্দের বিষয়। পরিকল্পনা ধীরে ধীরে শুরু হয়ে গেছে, আর বিপিএল শেষ হলে বিষয়টা আরও পরিষ্কারভাবে এগোবে বলে আমি মনে করি,’ বলেন শান্ত।

বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোশিয়েশরে (কোয়াব) আয়োজনে প্রীতি ম্যাচ খেলবেন বাংলাদেশের বর্তমান ক্রিকেটাররা। এজন্য তৈরি করা হয়েছে দুটি দল। যার একটির নেতৃত্বে থাকবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অন্যটি সামলাবেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজের দলের নাম রাখা হয়েছে ‘অদম্য’। শান্তর দল ‘অপরাজেয়।’ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের দিন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এই ম্যাচ।

www.gobcbticket.com সাইটে গিয়ে টিকেট কিনতে হবে দর্শকদের। খেলা দেখাবে টি-স্পোর্টস।

অদম্য: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলি, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম।

অপরাজেয়: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, জিসান আলম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, এসএম মেহরুব, রাকিবুল হাসান, রিপন মন্ডল, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।

বিজয় দিবসের সকালে শেরেবাংলায় বিসিবির উদ্যোগে মাঠে লড়বে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ। যেখানে মূলত খেলবেন দেশের সাবেক ক্রিকেটাররা।

শহীদ জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নুু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), আবদুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির ও এনামুল হক মনি।

শহীদ মোশতাক একাদশ: হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজ্জাদুল ইসলাম, জামাল বাবু।

সম্প্রতি