অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে জায়গা করে নিলো দল দুটি।
সোমবার,(১৫ ডিসেম্বর ২০২৫) সকালে নেপালকে হারিয়ে নিজেদের কাজটা আগেভাগে ঠিকমতো সেরে রেখেছিল বাংলাদেশ। বিকেলে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার জয়ে নিশ্চিত হয়ে গেল সবকিছু। ‘বি’ গ্রুপ থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে নেপালকে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সোমবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫১ বল হাতে রেখে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে নেপালকে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছিল আফগানিস্তানকে। ফলে ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমিতে এক পা দিয়ে রাখলো বাংলাদেশের যুবারা। দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হারলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে নেপালকে ব্যাট করার আমন্ত্রন জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৪০ বলে ৪০ রানের সূচনা করে নেপাল। এরপর দুই পেসার মো. সবুজ ও সাদ ইসলামের তোপে ৮১ রানে ছয় উইকেট হারায় নেপাল। এ সময় সবুজ ৩টি ও সাদ ২টি উইকেট নেন। সপ্তম উইকেটে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ৫৫ বলে ৩৮ রানের জুটিতে চাপ সামলে ওঠে নেপাল। সেট হওয়া দুই ব্যাটারকে শিকার করে নেপালকে ৩১.১ ওভারে ১৩০ রানে আটকে রাখতে অবদান রাখেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। লুহার ২৩ ও তিওয়ারি ৩০ রান করেন। বাংলাদেশের সবুজ ২৭ রানে ৩টি, সাদ-শাহরিয়ার আহমেদ ও আজিজুল ২টি করে উইকেট নেন। ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ৫ ও আজিজুল ১ রানে আউট হন। ২৯ রানের মধ্যে ২ উইকেট পতনের পর বাংলাদেশে জয়ের ভিত গড়ে দেন আবরার ও কালাম সিদ্দিকী।
জুটিতে ৪টি চারে ৬৬ বলে ৩৪ রান অবদান রেখে আউট হন কালাম। এই জুটিতে হাফ-সেঞ্চুরি তুলে নেন আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৬ রান করা আবরার।
দলীয় ১২১ রানে কালাম ফেরার পর চতুর্থ উইকেটে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আবরার ও রিজান হোসেন। ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন আবরার। ১২ রানের ইনিংস খেলেন রিজান। আগের ম্যাচের মতো এবারও ম্যাচসেরা হন আবরার।
আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে শ্রীলঙ্কার যুবারা। টস জিতে আগে ব্যাট করে আফগানরা ৪৯.৫ ওভারে ২৩৫ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেটে ২৩৮ তুলে লক্ষ্যে ছুঁয়ে ফেলে তারা।
টানা দুই জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৪ করে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে লঙ্কানরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল আইসিসি একাডেমিতে মুখোমুখি হবে দল দুটি।