image
ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন মামুনুর রশিদ ও মোতাহার হোসেন মাসুম

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিশেক

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে বৈশাখী টিভি, এটিএন নিউজ, বাংলা ভিশন, আরটিভি, ঢাকা পোস্ট, সমকাল, চ্যানেল ২৪ ও এখন টিভি।

মওলানা ভাসানী হকি স্টেঢিয়ামে দিনের প্রথম ম্যাচে গাজী টিভিকে ৪ উইকেটে হারায় বৈশাখী টিভি। ম্যাচসেরা মশিউর রহমান পার্থ। বাংলানিউজ২৪.কমের বিপক্ষে ২৪ রানে জিতেছে এটিএন নিউজ। ম্যাচসেরা সাব্বির আহমেদ।

১২৭ রানের বিশাল পুঁজি নিয়ে দেশ টিভিকে ৩৬ রানে হারিয়েছে চ্যানেল ২৪। ম্যাচসেরা আদ দ্বীন সজীব। শেষ ওভারে ফল আসা ম্যাচে এনটিভিকে ১ উইকেটে হারিয়ে এখন টিভি। ম্যাচসেরা আরিফুল ইসলাম শাহাব। দীপ্ত টিভিকে ৫০ রানে হারিয়েছে বাংলা ভিশন। ম্যাচসেরা মাহফুজুর রহমান। শেষ ওভারে ৩২ রান নিয়ে মাছরাঙা টেলিভিশনকে ১ উইকেটে হারিয়েছে আর টিভি। ম্যাচসেরা দীপ্ত। নির্ধারিত ৬ ওভারে ১৩৫ রানে করে বিটিভিকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা পোস্ট।

ম্যাচসেরা জনি সাহা। ১৩৬ রানের স্কোর গড়ে যুগান্তরকে ৪৫ রানে হারিয়েছে সমকাল। ম্যাচসেরা বোরহান আজাদ।

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপে মঙ্গলবার,(১৬ ডিসেম্বর ২০২৫) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন, ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও হকির দুই সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল এবং মামুনুর রশিদ, সাংবাদিক মোতাহের হোসেন মাসুম।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি