ফেডারেশন কাপেও নিজেদের মেলে ধরতে পারছে না আরামবাগ ক্রীড়া সংঘ। ব্যর্থতার বৃত্তে বন্দী দলটি এবার ফেডারেশন কাপে হেরেছে ফর্টিস এফসির বিপক্ষে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার,(১৬ ডিসেম্বর ২০২৫) ৪-০ গোলে হেরেছে আরামবাগ। টানা দ্বিতীয় হারের পর ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তারা আছে তলানিতে। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফর্টিস।
লীগ টেবিলেও তলানিতে থাকা আরামবাগের জালে ফর্টিসের গোল উৎসবের শুরু ২৬তম মিনিটে। সতীর্থের ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে দলকে এগিয়ে নেন জুম্মন হোসেন।
পা ওমার বাবুর সফল স্পট কিকে ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। বক্সে গাম্বিয়ান এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৬৮ থেকে ৭৫-এই সাত মিনিটের মধ্যে আরও দুই গোল হজম করে আরামবাগ। অনিয়েকাচি ওকাফোরের পর মোর্শেদ আলির লক্ষ্যভেদে সহজ জয় তুলে নেয় লীগেও আলো ছড়ানো ফর্টিস।