image
নাসিমা খাতুন

আন্তর্জাতিক ব্যাডমিন্টনের বাছাই পর্বে স্বাগতিকদের অম্ল-মধুর অভিজ্ঞতা

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অম্ল-মধুর শুরু বাংলাদেশের। মঙ্গলবার,(১৬ ডিসেম্বর ২০২৫) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোয়ালিফিকেশন রাউন্ডের অম্ল-মধুর অভিজ্ঞতায় পার করেছেন স্বাগতিক শাটলাররা। সকালে প্রথম ম্যাচে পুরুষ এককে জয়ী আকিব সুলাইমান, শুভ খন্দকার জয় বিকেলে হারের তেতো স্বাদ পান। পুরুষ এককে হার জুটেছে অভিজ্ঞ আইমান ইবনে জামান, আল আমিন জুমারদেরও। নারী এককে নাসিমা খাতুন দারুণ এক জয় পেয়েছেন। তবে প্রথম রাউন্ডে জিততে পারেননি বৃষ্টি খাতুন। ১৭ দেশের অংশগ্রহণে ঘরের কোর্টে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট। বাংলাদেশের শুভ খন্দকার নেপালের পাপ্পু পালের বিপক্ষে ২১-১২ ও ২১-১২ পয়েন্ট ম্যাচ জেতেন শুভ। একই সময় অন্য কোর্টে বাংলাদেশের আকিব সুলাইমানের প্রতিপক্ষ ছিল ভারতের নিশ্চল সতীষ। ম্যাচটি ২১-১৭, ২০-২২ ও ২১-১৯ পয়েন্টে ম্যাচ জিতেন বাংলাদেশের আকিব। তবে দিনের শুরুতে নারী এককে খেলতে নামেন বাংলাদেশের নাসিমা খাতুন। নেপালের প্রতিযোগী রিহানে শারচেনকে সরাসরি ২১-১৯ ও ২১-১৮ পয়েন্টে হারান তিনি। তবে নাসিমা জিতলেও পারেননি বৃষ্টি খাতুন। নেপালের শেসনা সিরপালির কাছে ২১-৫ ও ২১-১৬ পয়েন্টে হেরে যান। বাংলাদেশের অভিজ্ঞ শাটলার আইমান ইবনে জামান মালয়েশিয়ার কং উই জিয়াংকের কাছে ২১-১১ ও ২১-১০ পয়েন্টে পরাজিত হন। জিততে পারেনি আল আমিন জুমারও। ভারতীয় শাটলার সাই নচিকেতের কাছে ২১-৯ ও ২১-১১ পয়েন্টে ব্যবধানে হার মানেন।

আন্তর্জাতিক টুর্নামেন্টের খেলা দেখতে ইনডোরে হাজির হন আসেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিবও রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ জোবায়েদুর রহমান রানা। এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির উপস্থিত ছিলেন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি