image

বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দাম পেলেন গ্রিন

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

ক্যামেরন গ্রিন

আইপিএলে আবার রেকর্ড গড়লো শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কিনলো তারা। আইপিএলের নিলামে বরাবর দামি ক্রিকেটার কেনার অভ্যাস রয়েছে কলকাতার। সেই অভ্যাস থেকে সরলো না তারা।

গ্রিনকে নিতে যে লড়াই হবে সেই ইঙ্গিত আগে থেকেই পাওয়া গিয়েছিল। কারণ, ছোট নিলামে যে অলরাউন্ডাররা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তিনিই। গ্রিনকে নিতে যে কেকেআর ও চেন্নাই সুপার কিংস ঝাঁপাবে সেটাও বোঝা গিয়েছিল। কারণ, আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর। চেন্নাই ছেড়েছে স্যাম কারেনকে। তাই দুই দলেরই পেসার-অলরাউন্ডার প্রয়োজন ছিল।

নিলামে দেখা গেলো, গ্রিনের নাম বলার পর সবচেয়ে আগে হাত তুলেছে মুম্বাই । যদিও ২ কোটি ৬০ লাখ রুপি পর মুম্বাই সরে যায়। তার পর আসরে নামে কেকেআর। রাজস্থানের সঙ্গে তাদের লড়াই চলে। ক্রমেই দাম বাড়তে থাকে গ্রিনের। কেউ কাউকে ছাড়ছিল না। কিন্তু ১৩ কোটি ২০ লাখ রুপি দাম ওঠার পর রাজস্থানও সরে যায়। তখন আসরে নামে চেন্নাই।

বাকি লড়াই কলকাতা ও চেন্নাইয়ের। ২০২৩ সালের নিলামে ১৭ কোটি ৫০ লাখ টাকায় গ্রিনকে কিনেছিল মুম্বাই। সেই অর্থেই ২০২৪ সালে তিনি বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেই অর্থও এ বার ছাপিয়ে যায়। ২০ কোটি পেরিয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল, বড় অঙ্ক পেতে চলেছেন গ্রিন। অবশেষে কেকেআর ২৫ কোটি ২০ লাখ রুপি বিড করার পর চেন্নাই থেমে যায়। গ্রিনকে কেনে কেকেআর। আইপিএলের নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দাম পেলেন গ্রিন। এর আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। সেটাই ছিল এত দিন নিলামে কোনো বিদেশির পাওয়া সর্বোচ্চ দাম। স্টার্ককে ছাপিয়ে গেলেন গ্রিন। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল কেকেআর।

ক্যামেরুন গ্রিনের পর আরও এক বিদেশি ক্রিকেটারকে চড়া দামে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাতিরানাকে ১৮ কোটি রুপি দিয়ে ছিনিয়ে নেয় কেকিআর।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি