image
মোস্তাফিজুর রহমান

আইপিএল নিলাম

৯ কোটি ২০ লাখ রুপিতে প্রথমবার কেকেআরে মোস্তাফিজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

মোস্তাফিজুর রহমানকে দলে পেতে শুরুতেই লড়াইয়ে নামলো চেন্নাই সুপার কিংস, তাদের সঙ্গে পাল্লা দিয়ে এক পর্যায়ে হাল ছাড়লো দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজের সাবেক এই দুই দলের লড়াইয়ের মাঝে এরপর ঢুকে গেলো কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইর প্রবল চেষ্টা ছাপিয়ে বাংলাদেশের বাঁহাতি পেসারকে রেকর্ড মূল্যে প্রথমবার দলে নিয়ে নিলো তারা।

আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোন ক্রিকেটারের এটাই সর্বোচ্চ মূল্য। এর আগের রেকর্ডও অবশ্য মোস্তাফিজেরই ছিল। আইপিএলের গত আসরে বদলি হিসেবে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তফিজ।

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তফিজের নাম উঠতেই নিলাম শুরু হয় ২ কোটি রুপি থেকে। ফিজের জন্য প্রথম দর হাঁকে দিল্লি, এরপর চেন্নাই (সিএসকে) নিলামে যোগ দিয়ে তাদের চ্যালেঞ্জ জানায় দর দ্রুতই ৫ কোটির দিকে এগোতে থাকে, সিএসকে ও ডিসির মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ডিসি সরে দাঁড়ায়। ৫.৪ কোটিতে এগিয়ে থাকে সিএসকে। ঠিক তখনই নতুন বিডার হিসেবে হাজির হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সিএসকে দর বাড়িয়ে নেয় ৭ কোটিতে। সিএসকে একটু সময় নেয় হিসাব-নিকাশের জন্য। এরপর আবারও নিলামে ঝাঁপিয়ে পড়ে। কেকেআর একেবারেই অনড়। ৯.২ কোটিতে এগিয়ে যায় তারা। সিএসকে সরে দাঁড়ায়।

শেষ পর্যন্ত ৯.২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর।

ফিজকে নিয়ে আইপিএল নিলামে তিন দলের মধ্যে লড়াই হলেও আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন এই পেসার। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি