image

টিকেটের দাম কমালো ফিফা, তবে সবার জন্য নয়!

ফুটবল বিশ্বকাপ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকেটের অতিরিক্ত উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত মূল্য কাঠামোয় সামান্য পরিবর্তন আনলো ফিফা। সংস্থাটি ঘোষণা করেছে, প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের সমর্থকদের জন্য সীমিত সংখ্যক ৬০ ডলারের ‘সাপোর্টার এন্ট্রি টিয়ার’ টিকেট রাখা হবে। ফিফার হিসাব অনুযায়ী, এই টিকেট মোট আসনের মাত্র ১.৬ শতাংশ, অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে প্রায় ১,০০০টি। প্রতিটি দল তাদের বরাদ্দ টিকেটের একটি অংশ এই নতুন ক্যাটাগরিতে পাবে। তবে এর বাইরে থাকা সব ক্যাটাগরির টিকেটের দাম অপরিবর্তিত থাকছে, যেখানে অধিকাংশ টিকেটের মূল্য কয়েকশ’ ডলার পর্যন্ত।

ফিফার এই সিদ্ধান্ত আসে তখনই, যখন ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ বিশ্বকাপের টিকেটমূল্যকে ‘চাঁদাবাজিমূলক’ বলে আখ্যা দিয়েছে। গত অক্টোবর মাসে প্রথমবার দাম প্রকাশের পর সেটি আরও বাড়ানো হয়, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ টিকেটমূল্য হিসেবে সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে সমর্থকদের জন্য সংরক্ষিত টিকেটগুলোর দামও সাধারণ দর্শকদের টিকেটের সমান রাখায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অনেক ম্যাচে সাপোর্টার টিকেটের দাম ৫০০-৭০০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল, যা বিশ্বকাপ ইতিহাসে নজিরবিহীন বলে সমালোচিত হয়।

ফুটবল সাপোর্টার্স ইউরোপ এক বিবৃতিতে বলেছে, ‘এতে প্রমাণ হয় ফিফার টিকেট নীতি স্থির নয়, তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্ত এবং যথাযথ পরামর্শ ছাড়াই, এমনকি ফিফার নিজস্ব সদস্য ফেডারেশনগুলোর সঙ্গেও আলোচনা হয়নি। আমরা স্বীকার করি, ফিফা হয়তো ক্ষতির বিষয়টি বুঝতে শুরু করেছে, কিন্তু এই সংশোধন যথেষ্ট নয়। বাস্তবে প্রতি ম্যাচে ও প্রতি দলের ক্ষেত্রে কয়েকশ’ সমর্থকের বেশি ৬০ ডলারের সুবিধা পাবেন না; অধিকাংশকেই আগের মতোই অতিরিক্ত উচ্চমূল্য দিতে হবে।’

এমনকি একাধিক জাতীয় ফুটবল ফেডারেশনও অসন্তোষ প্রকাশ করেছে। জার্মানি, তিউনিসিয়া, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের ফেডারেশন জানিয়েছে, টিকেটমূল্য নির্ধারণের আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি এবং এই দাম অনেক সমর্থকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ফিফা অবশ্য বলছে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের দলকে অনুসরণ করা সমর্থকদের জন্য বিশ্বকাপ আরও সাশ্রয়ী করতেই এই নতুন টিকেট ক্যাটাগরি চালু করা হয়েছে। তবে সীমিত সংখ্যার কারণে এই সিদ্ধান্ত কতটা স্বস্তি আনতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কিছুদিন আগেই ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ফিফা। এবার টিকেটের দাম নিয়েও বড় চমক দিয়েছে সংস্থাটি। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ টিকেটের দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। তবে সেই টিকেট সবাই পাবেন না। নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য তা রাখা হয়েছে।

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ফুটবল বিশ্বকাপ। সর্বনিম্ন টিকেটের দাম মুদ্রায় ১ লাখ ৭০ হাজার রুপি। এই দাম ঘোষণার পরেই শুরু হয়েছে বিক্ষোভ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আমেরিকায় যেসব ম্যাচ হবে সেখানে সর্বনিম্ন টিকেটের দাম কমিয়ে ৫ হাজার রুপি করা হয়েছে। তবে সবার জন্য নয়। সেই টিকেট রাখা হয়েছে ‘একনিষ্ঠ’ সমর্থকদের জন্য। অর্থাৎ যে সমর্থকরা বেশ কয়েকটি বিশ্বকাপে নিজের প্রিয় দলের খেলা দেখতে গিয়েছেন, বা খেলা দেখার জন্য শেষ সম্বল পর্যন্ত বিক্রি করে দিতে পারেন, তাদের চিহ্নিত করবে ফিফা। তার পর তাদের সেই টিকেট দেয়া হবে।

প্রতি ম্যাচে দু’দলের ৪০০-৭৫০ সমর্থককে কম দামের সেই টিকেট দেয়া হবে। তাদের জন্য প্রতিটি মাঠে একটি বিশেষ আসন থাকবে। তার নাম ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’। বাকিরা কিন্তু এত কম দামে টিকেট পাবেন না। যে দাম রাখা হয়েছে, সেই দামেই টিকেট কিনতে হবে তাদের। এই ঘোষণারও সমালোচনা করেছেন অনেকে। তাদের দাবি, ফিফা কীভাবে বুঝবে কোনো সমর্থক কতটা একনিষ্ঠ।

২০২৬ সালে মোট ১৬টি স্টেডিয়ামে বিশ্বকাপ হবে। তার মধ্যে যুক্তরাষ্ট্রর ১১, মেক্সিকোর তিন ও কানাডার দু’টি স্টেডিয়াম রয়েছে। তার মধ্যে যুক্তরাষ্ট্রর ১১টি স্টেডিয়ামেই কম দামের টিকেট পাওয়া যাবে। কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামে সেই সুবিধা পাওয়া যাবে না।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি