আন্তর্জাতিক ব্যাডমিন্টন
ভারতের শেষ সার্ভটি ফিরিয়েই হঠাৎ কোর্টে বসে পড়েন মোয়াজ্জেম হোসেন অহিদুল। পায়ের পেশিতে টান পড়ায় উঠে দাঁড়াতেই পারছিলেন না। তবে বৃহস্পতিবার, (১৮ ডিসেম্বর ২০২৫) দিনের শুরুতেই খুশির খবর দিলেন মোয়াজ্জেম হোসেন ও আল আমিন জুমার। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এই জুটি। দিনের শেষেও ভালো খরব দেন মাসুদ আহমেদ ও সাদাকাত রবিন। এই জুটিও শেষ ১৬ (কোয়ার্টার ফাইনাল) নিশ্চিত করে।
পুরুষ এবং নারী এককে হতাশার গল্প লেখা স্বাগতিক শাটলাররা কাল দ্বৈতে ও মিশ্র দ্বৈতে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন। নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতে হতাশার গল্প লেখা শাটলাদের মানরক্ষা করেছে পুরুষ দ্বৈতের শাটলাররা। ভারতের শাটলার জুটি ডেভার্ট মান ও সৌরভ নাইনকে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ আটের খেলা নিশ্চিত করেন আল আমিন ও মোয়াজ্জেম হোসেন। প্রথম সেটে দুর্দান্ত লড়াই হয় বাংলাদেশ-ভারতের মধ্যে। মাত্র ২ পয়েন্টের ব্যবধানের প্রথম সেট জিতেন জুমার-অহিদুল। পরের সেট ১৭-২১ পয়েন্ট ব্যবধানে হেরে যান। তবে তৃতীয় সেটে গিয়ে বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত দিলেও মাঝে ইনজুরিতে পড়েন অহিদুল। ওই সময় বেশ কিছু পয়েন্ট হারায় বাংলাদেশ। এক সময় মনে হচ্ছিল অহিদুলের ইনজুরি ম্যাচ থেকে হয়তো বাংলাদেশকে ছিটকে দিবে। সেটা আর হয়নি। অহিদুল পা খুঁড়িয়ে খেলেই ম্যাচ জিতে তার জুটি জুমারের মুখে হাসি ফোটান। ম্যাচশেষে এই দুই শাটলার বলেন, ‘আমরা কোয়ার্টারে পা রেখেছি। আরও অনেকদূর যেতে চাই। কানাডায় স্বর্ণ জিততে পারিনি, ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে ঘরের মাঠে স্বর্ণ জিততে চাই। আমরা দুজন অনেকদিন পরস্পরের সঙ্গে জুটি বেঁধে খেলছি। একে অন্যের মধ্যে বেশ ভালোই বোঝাপড়া। প্রতিপক্ষ যেই আসকু আমরা জয়ের জন্যই আগামীকাল খেলতে নামবো। সবার দোয়া প্রত্যাশা করছি। ‘অন্যদিকে মাসুদ-রবিন জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার লিউ ওয়েন জি- জিয়া লি তান জুটি। প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান মাসুদ-রবিন। মালয়েশিয়ান জুটির কাছে প্রথম সেট ২১-১৪ পয়েন্টের ব্যবধানে হারেন। পরের দুই সেট ১৪-২১ ও ১৭-২১ পয়েন্টে জেতেন মাসুদ-রবিন জুটি। আজ কোয়ার্টার ফাইনালে নামবে এই দুই জুটি।