image

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রাজশাহী

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগের ১৬টি কলেজ নিয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে সরদাহ সরকারি কলেজ সিহাব হোসেনের হ্যাটট্রিকের সুবাদে ৭-০ গোলে কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসাকে, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ১-০ গোলে সরকারি আক্কেলপুর কলেজকে ও নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পাবনার বেড়া সরকারি কলেজকে হারায়। বৃহস্পতিবার, (১৮ ডিসেম্বর ২০২৫) শারীরিক শিক্ষা কলেজ মাঠে নাটোর বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ৫-৩ গোলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সাপাহার সরকারি কলেজ ৩-১ বগুড়া সরকারি কলেজ, বেলকুচি সরকারি কলেজ ৪-০ গোলে আটঘরিয়া সরকারি কলেজকে ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ ১-০ গোলে মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজকে হারায়।

সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি