মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগের ১৬টি কলেজ নিয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে সরদাহ সরকারি কলেজ সিহাব হোসেনের হ্যাটট্রিকের সুবাদে ৭-০ গোলে কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসাকে, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ১-০ গোলে সরকারি আক্কেলপুর কলেজকে ও নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পাবনার বেড়া সরকারি কলেজকে হারায়। বৃহস্পতিবার, (১৮ ডিসেম্বর ২০২৫) শারীরিক শিক্ষা কলেজ মাঠে নাটোর বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ৫-৩ গোলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সাপাহার সরকারি কলেজ ৩-১ বগুড়া সরকারি কলেজ, বেলকুচি সরকারি কলেজ ৪-০ গোলে আটঘরিয়া সরকারি কলেজকে ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ ১-০ গোলে মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজকে হারায়।
সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।