ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এবার যেমন অংশ নেবে আরও বেশি দল, তেমনি অনুষ্ঠিত হবে আরও বেশি ম্যাচ, আর বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের জন্য থাকবে আরও বেশি উদযাপনের সুযোগ। এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকেট জেতার সুযোগ পাবেন এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও থাকবে। অংশ নিতে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এই স্ক্যান ফিফা ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকেট জিতে নেবেন। এই অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকেট জেতার সুযোগ থাকবে। ফিফার দীর্ঘদিনের অংশীদার হিসেবে কোকা-কোলার সঙ্গে সংস্থাটির সম্পর্ক ১৯৭৬-৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপ-এর অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আয়োজনের একমাত্র অধিকার কোকা-কোলার, যার মাধ্যমে বিশ্বজুড়ে হাজারো ফুটবলভক্ত এই ঐতিহাসিক ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।
ফিফা বিশ্বকাপের বিজয়ীদের হাতে মূল ফিফা বিশ্বকাপ ট্রফি তুলে দেয়া হলেও ট্রফিটির মালিকানা ফিফার কাছেই থাকে। খাটি সোনা দিয়ে তৈরি এই ট্রফিটির ওজন ৬.১৭৫ কেজি। ১৯৭৪ সালে নকশা করা এই ট্রফিতে দুটি মানবমূর্তি পৃথিবীকে উঁচুতে ধরে রাখার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠী যেমন, সাবেক ফিফা বিশ্বকাপজয়ী খেলোয়াড়, রাষ্ট্রপ্রধান এবং ফিফা প্রেসিডেন্ট-মূল ফিফা বিশ্বকাপ ট্রফিটি স্পর্শ করার অনুমতি পান।
বিজয়ী দলকে প্রথমে মূল ফিফা বিশ্বকাপ ট্রফিটি উপস্থাপন করা হয়। পরবর্তীতে তাদের স্থায়ীভাবে স্বর্ণ-প্রলেপযুক্ত ধাতু দিয়ে তৈরি ফিফা বিশ্বকাপ বিজয়ী ট্রফি প্রদান করা হয়।