রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিটের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ শুক্রবার।
মওলানা ভাসানী স্টেডিয়ামে বৃহস্পতিবার, (১৮ ডিসেম্বর ২০২৫) টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে জিতেছে কালের কণ্ঠ, চ্যানেল আই, চ্যানেল টোয়েন্টিফোর ও আরটিভি। প্রথম ম্যাচে ক্রিকফ্রেঞ্জিকে ১৬ রানে হারিয়েছে কালের কণ্ঠ । ম্যাচসেরা হন ইকলাচ।
সময় টিভির বিপক্ষে ৪ উইকেটের জয় পায় আরটিভি। ম্যাচসেরা হন জহির। সমকালকে ৫ উইকেটে হারায় চ্যানেল টোয়েন্টিফোর। ম্যাচসেরা হন আদ দ্বীন সজীব। চ্যানেল আইয় জয় পেয়েছে জাগোনিউজ২৪.কম এর বিপক্ষে। ম্যাচসেরা সজীব। কোয়ার্টার-ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বিসিবি’র পরিচালক শানিয়ান তানিম, ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।
সেমিফাইনাল: কালের কন্ঠ-চ্যানেল আই, চ্যানেল টুয়েন্টি ফোর- আরটিভি।
ম্যাচ শুরু সকাল ৯টায়।
ফাইনাল ১১টা।