image
আরব কাপের চ্যাম্পিয়ন মরক্কো

কাতারে ফিফা ট্রফি জিতলো মরক্কো

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

আরব ফুটবলের বিস্ময়কর উত্থানের ধারাবাহিকতা ধরে রেখেছে মরক্কো। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমক দেয়া মরক্কো তিন বছর পর সেই কাতারে ফিফার ট্রফি হাতে উদযাপন করল।

গতকাল বৃহস্পতিবার দোহার লুসাইল স্টেডিয়ামে ফিফা আরব কাপের ফাইনালে উজ্জীবিত জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।

আরব কাপের ফাইনালে প্রথমবার উঠেছিল জর্ডান। দারুণ লড়াই করে মরক্কোকে চমকে দিতে বসেছিল তারা। কিন্তু অভিজ্ঞতায় পেরে ওঠেনি। অতিরিক্ত সময়ে জয় গোলকরে মরক্কানরা।

উসামা তান্নানে মরক্কোকে চার মিনিটের মধ্যে এগিয়ে দেন। আলী ওলোয়ানের হেডে ৪৮তম মিনিটে সমতায় ফেরে জর্ডান। তারই পেনাল্টিতে তারা ৬৮তম মিনিটে এগিয়ে যায়। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে আব্দেররাজ্জাক হামেদ আল্লার সমতাসূচক গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। শততম মিনিটে তার গোলে আফ্রিকা নেশনস কাপের আগে ট্রফি জেতে মরক্কো।

সম্প্রতি