ওপেনার ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১১০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। কনওয়ে ২২৭ রান করার পর গ্রেভেসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন।
মাউন্ট মঙ্গানুইয়ে অধিনায়ক টম লাথাম ও কনওয়ের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ১ উইকেটে ৩৩৪ রান করেছিল নিউজিল্যান্ড। লাথাম ১৩৭ রানে আউট হলেও ১৭৮ রানে অপরাজিত ছিলেন কনওয়ে।
শুক্রবার,(১৯ ডিসেম্বর ২০২৫) দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পূর্ণ করেন কনওয়ে। ৩৪৭ বলে ২০০ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার।
২০২১ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসেই প্রথম ডাবল-সেঞ্চুরি করেছিলেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল-সেঞ্চুরির ইনিংসে ২২৭ রানে আউট হওয়ার আগে ৩৬৭ বলের ইনিংসে ৩১টি বাউন্ডারি হাঁকান কনওয়ে। দলীয় ৪৩২ রানে কনওয়ে ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা সচল রাখেন রাচিন রবীন্দ্র। সতীর্থদের নিয়ে ছোট-ছোট জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। ইনিংস ঘোষণার আগে ৭২ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র। ১০৬ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া গ্লেন ফিলিপস ২৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস-এন্ডারসন ফিলিপ ও জাস্টিন গ্রেভস ২টি করে উইকেট নেন।
নিউজিল্যান্ডের ইনিংস শেষে জবাব দিতে নেমে দারুণ সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। শতরানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্রান্ডন কিং। এতে ২৩ ওভারে বিনা উইকেটে ১১০ রান তুলেছে সফরকারীরা। টেস্টে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে কিং ৫৫ ও ক্যাম্পবেল ৪৫ রানে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের ক্রিকেটে বিতর্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যেই অশান্তি কিউয়ি ক্রিকেটে। শুক্রবার ইস্তফা দিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনইঙ্ক। দেশে টি-টোয়েন্টি ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটার এবং তাদের সংগঠনের সঙ্গে দীর্ঘ বিরোধের জন্যই ইস্তফার সিদ্ধান্ত বলে জানিয়েছেন উইনইঙ্ক।
নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি লীগ শুরুর প্রস্তাব দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন। তাদের প্রস্তাব ছিল, নতুন লীগের নাম হোক এনজেড ২০। এর ফলে বিদেশি ক্রিকেটার এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে।