image

খারাপ ফর্ম, লঙ্কান টি-২০ বিশ্বকাপ দলে অধিনায়ক পরিবর্তন

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দলে রাখা হলেও অভিজ্ঞ ব্যাটারকে সরিয়ে দেয়া হলো নেতৃত্ব থেকে। দায়িত্বে ফেরানো হলো সাবেক অধিনায়ককে।

শুক্রবার,(১৯ ডিসেম্বর ২০২৫) বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল বেঝে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বেশ কিছু দিন ধরে প্রত্যাশিত ফর্মে না থাকার জন্য টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে চরিথ আশালঙ্কাকে। পরিবর্তে অধিনায়ক করা হয়েছে দাসুন শনাকাকে। শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান প্রমোদয় বিক্রমাসিংহে জানিয়েছেন, ‘আশালঙ্কার খারাপ ফর্ম এবং তিনটি বিশ্বকাপে শনাকার নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। শনাকা দলের গুরুত্বপূর্ণ সদস্য। অভিজ্ঞ অলরাউন্ডার। আগের দফায় যখন নির্বাচক ছিলাম, তখন শনাকা অধিনায়ক ছিল। তখন আশালঙ্কাকে নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা ছিল।’ বিশ্বকাপের আগে আশালঙ্কাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে, তার আভাস মাস খানেক আগেই পাওয়া গিয়েছিল। গত নভেম্বরে শ্রীলঙ্কার সাবেক প্রধান নির্বাচক উপুল থারাঙ্গার কথায় আশালঙ্কাকে নিয়ে আশা ভঙ্গের ইঙ্গিত ছিল। পাকিস্তান সফরের মাঝ পথে অসুস্থতার কারণ দেখিয়ে আশালঙ্কাকে দেশে ফিরিয়ে নেয়া হয়েছিল।

২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫.৬০ গড়ে ১৫৬ রান করেছেন আশালঙ্কা। অধিনায়ক হিসেবেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ২৫টি ম্যাচের মধ্যে জয় পেয়েছেন ১১টিতে। যদিও বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দলে আশালঙ্কাকে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা। উল্লেখ্য, শ্রীলঙ্কা বিশ্বকাপের অন্যতম আয়োজক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলংকার প্রাথমিক দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রতœায়েকে, সাহান আরাচিগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্থ, ট্রাভিন ম্যাথু, বিজয়াকান্ত বিশ্বকান্ত, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, এসান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, মিলান রত্নায়েকে।

সম্প্রতি