image

ইসলামিক গেমসে রুপা জয়ী খৈ খৈকে আর্থিক পুরস্কার

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

ইসলামিক সলিটারিটি গেমসে বাংলাদেশের একমাত্র রূপা জিতেছে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে। এই দলের মেয়ে খেলোয়াড় ছিলেন খৈ খৈ সাই মারমা। সে অনূর্ধ্ব-১৯ বালিকা চ্যাম্পিয়ন ও আদিবাসী মারমা গোষ্ঠীর। শনিবার,(২০ ডিসেম্বর ২০২৫) বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক পল্লবীতে নিজ বাসায় খই খই সাই মার্মাকে প্রায় তিন লাখ টাকার আর্থিক অনুদান দেন। এর মধ্যে দেড় লাখ টাকা নগদ দেয়া হয়েছে। বাকি টাকা মাসিক ১০ হাজার টাকা হারে ভাতা হিসেবে দেয়া হবে। খই খই তার ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে এই সহযোগিতার পরিমাণ আরও বাড়তে পারে আমিনুল হক নিশ্চিত করেন। আমিনুল হক বলেন, ‘মূলত পিছিয়ে পরা আদিবাসী নৃ-গোষ্ঠীর এক কিশোরী প্রতিনিধি বিবেচনায় খই খইকে নির্বাচন করা হয়। আমরা ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিকে বিভিন্ন খেলার এই ধরনের সম্ভাবনাময় প্রতিভাকে আরও সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।’

সম্প্রতি