টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিলকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।
বিশ্বকাপ দল নিয়ে আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দুই বছর পর ভারত দলে ফিরছেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশান।
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ ১৫ ম্যাচে ২৪.২৫ গড়ে ২৯১ রান করেছেন গিল। এ সময় তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪৭। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন এই ফরম্যাটের সহ-অধিনায়ক গিল। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার কিশান।
২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
দল ঘোষণার পর শুবমানকে বাদ দেয়ার কারণ ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক অজিত আগরকর। সাংবাদিক বৈঠকে আগরকর বলেন, ‘আমরা জানি শুবমন কতটা ভালো ক্রিকেটার। দুর্ভাগ্যবশত গত বিশ্বকাপেও দলের কম্বিনেশনের জন্য ওকে নেয়া হয়নি। ১৫ জনের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতেই হবে। এই মুহূর্তে গিলকেই বাদ দিতে হলো।’
আগরকর জানান, তারা টপ অর্ডারে আর একজন উইকেটকিপার চেয়েছিলেন। তাই গিলের বদলে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা ঈশান কিশনকে নেয়া হয়েছে।
আগরকরের সুরই সুরিয়া কুমারের গলায়। তিনি বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা শ্রীলঙ্কায় গিয়ে ২০০-এর বেশি রান করেছিলাম এবং গিল সেই দলে ছিল। এই মুহূর্তে টপ অর্ডারে একজন কিপার রাখার জন্যই ওকে বাদ দিতে হলো। পরের দিকে রিঙ্কু এবং ওয়াশিংটন রয়েছে। তাই উপরের দিকে ঈশানকে দরকার ছিল।’
ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুরিয়া কুমার যাদব। তার ডেপুটি অক্ষর প্যাটেল। পেস আক্রমণে রাখা হয়েছে জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও হার্ষিত রানাকে। তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন হার্ডিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বিভাগ সামলাবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। স্পিন অলরাউন্ডারের দায়িত্ব পালন করবেন প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। ব্যাটিং অর্ডারে সুরিয়া কুমার-কিশান-রিঙ্কুর সঙ্গে থাকছেন অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা।
আগামী বছরের আগামী ২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দল: সুরিয়া কুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।