image

ঢাকা মোহামেডানের ড্র্র, কিংসের হার

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) সপ্তম রাউন্ড ভালো যায়নি বড় দলগুলোর। পয়েন্ট খুঁইয়েছে সাবেক ও বর্তমান চ্যাম্পিয়ন- ঢাকা আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংস। আগের দিন পিডব্লুডির সঙ্গে ড্র করেছিল ঢাকা আবাহনী। শনিবার,(২০ ডিসেম্বর ২০২৫) ড্রয়ের ফাঁদে পড়ে মোহামেডান। প্রতিবেশী ক্লাব আরামবাগ রুখে দিয়েছে তাদের। আরেক ম্যাচে কিংসকে লীগে প্রথম হারায় পুলিশ।

কুমিল্লার স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে মেহেদী হাসান মিঠুর গোলে এগিয়ে যায় মোহামেডান (১-০)। খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের সেই উল্লাস। ৩৮ মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছিলেন আরামবাগের এক খেলোয়াড়। মোহামেডানের এক ডিফেন্ডারের চার্জে বল চলে যায় আমির হাকিম বাপ্পীর পায়ে। কিছুটা জায়গা করে নিয়ে বাঁ-পায়ের জোরালো শটে মোহামেডানের জালে বল জড়িয়ে দেন তিনি (১-১)। শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই পয়েন্টের সুবাদে সাত লীগ টেবিলে তলানি থেকে একধাপ উপরে উঠে নয়ে অবস্থান করছে আরামবাগ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান ছয়ে।

গাজীপুরের স্টেডিয়ামে কিংসকে আতিথেয়তা দেয় পুলিশ ফুটবল ক্লাব। ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে পুলিশ। তিন মিনিটে রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। দলটির ভুটানি মিডফিল্ডার ওয়াঙচুক শেরিংয়ের পাস বক্সে ঢুকে পেয়ে যান রাব্বি। কিংসের গোলকিপার আনিসুর জিকো এগিয়ে আসলেও রাব্বিকে আটকাতে পারেননি । তার ডান পাস দিয়ে বা-পায়ে জালে বল ঠেলে দেন পুলিশের এই তরুণ ফরোয়ার্ড (১-০)। ৩২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ১-১ সমতায় ফেরে কিংস। বক্সের অনেকটা বাইরে থেকে ইমানুয়েল সানডের বাড়ানো বল রিসিভ করে ফাহিমের পায়ে তুলে দেন ডরিয়েলটন। ফাহিমের আড়াআড়ি জোরালো শট পুলিশের গোলকিপার রাকিবুল হাসান ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি (১-১। চলতি লীগে নিজের পঞ্চম গোলটি করলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। তবে ম্যাচের অতিরিক্ত সয়ে দারুণ এক গোলে পুলিশকে জেতান উগান্ডার মিডফিল্ডার শফিক কুচি কাগিমু (২-১)। এই হারেও সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কিংস। সমান ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে চতুর্থস্থানে পুলিশ।

কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে ফর্টিজ এফসি। কিংসের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দুই। ৪ জয় এক ড্র এবং দুই হারে ১৩ পয়েন্ট পেয়ে এই তালিকার তিনে রহমতগঞ্জ।

সম্প্রতি