image
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইলেক মিলারের হাতে জার্সি দিচ্ছেন তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবলের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

হামজা চৌধুরী, শমিত সোমদের আগমন এবং আফঈদা খন্দকার ও ঋতুপর্ণাদের এশিয়ান কাপের মূলপর্বে উত্তরণ ইতিবাচক প্রভাব ফেলেছে আন্তর্জাতিক অঙ্গনে। এবার বালাদেশের ফুটবলের সঙ্গী হতে এবং ফুটবল উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে তার আগে সবধরনের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখবে তারা। রোববার,(২১ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক্সিকিউটিভ কমিটি, নারী উইং এবং নারী রেফারিদের সঙ্গে একটি মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দূত মাইকেল মিলার। সেখানে মূলত দুই পক্ষ একে অন্যের সঙ্গে ধারণা শেয়ার করে। সামনের দিনে ইইউকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রস্তাব দেবে বাফুফে। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা ভবিষ্যতে একটা প্রস্তাবনা দিব। এই প্রস্তাবনার ওপরে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কীভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করা যায়। তবে আমরা চাই অতি দ্রুত একটা অংশীদারিত্বে চলে আসতে।’ তিনি যোগ করেন, ‘আমাদের ফুটবল ফেডারেশনের একটা ভিশন আছে, একটা চলমান কিছু ফর্মুলা আছে এবং কিছু কিছু সাফল্যের গল্পও আছে। এই সবগুলো কিন্তু সাহায্য করেছে ইউরোপীয় ইউনিয়নে যারা সিদ্ধান্ত নেন তাদের মন জয় করতে। তারা বিশ্বাস করে স্পোর্টসে একটা অবদান রাখলে এর মাধ্যমেই বাংলাদেশের একটা গুডউইল ওনারাও তৈরি করতে পারবে।’ ইইউ কর্মকর্তা মিলার সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে এসেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। আজকের (রোববার) আলোচনা ছিল প্রাথমিক। তবে বাংলাদেশ অত্যন্ত জটিল সময় পার করছে।

নির্বাচনের দিকে এগোচ্ছে, নানা চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে। কীভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কীভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে, এবং কীভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে। এই ধরনের কাজই আমরা আপনাদের সঙ্গে করতে চাই, যাতে ভবিষ্যতে আপনারা এক জাতি হিসেবে একত্রিত হতে পারেন এবং এক দল হিসেবে খেলতে পারেন, নিজেদের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করে।’

সম্প্রতি