মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সোমবার ফাইনাল খেলায় নাটোরের দুই কলেজ মুখোমুখি হয়। খেলাটির নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ ৩-১ গোলে সিংগড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সিংগড়া দমদমা কলেজের আব্দুল্লা বিন কাফি ম্যাচসেরা ও বিলচলন কলেজের রাকিবুল টুর্নামেন্টসেরা হন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বির্ক) মোহা. সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মো. হাবিবুর রহমান।