image

মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল আই

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যানেল ২৪কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার টোয়েন্টিফোরকে মাত্র ৩২ রানে গুটিয়ে দিয়ে ২.৩ ওভারে ম্যাচ শেষ করে পূর্ণ ৫ উইকেটের জয় পায় চ্যানেল আই।

ফাইনালের সেরা হন চ্যাম্পিয়ন দলের সুব্রত গাইন। টোয়েন্টিফোরের আদদ্বীন সজীব প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন।

ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন রংপুর রাইডার্সের এমডি ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক, বিশেষ অতিথি ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু। বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস.এম. সুমন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রায়হান আল মুঘনি এবং বিএসজেএ’র দুই সিনিয়র সদস্য কাশীনাথ বসাক, দিলু খন্দকার, মোতাহের হোসেন মাসুম, সাঈদুজ্জামান উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন-রানার্সআপ খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন অতিথিরা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে যথাক্রমে ২৫ ও ১৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেয়া হয়।

এর আগে সকালে সেমিফাইনালে কালের কণ্ঠকে (৯৩/৩) ২৯ রানে হারায় চ্যানেল আই (১২২/৪) এবং আরটিভিকে (১০৬) ২০ রানে হারায় চ্যানেল টোয়েন্টিফোর (১২৬)।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি