image
ইয়ামাল ও রাফিনিয়ার গোল উদযাপন

ইয়ামাল-রাফিনিয়ার গোলে জিতে শীর্ষে বার্সেলোনা

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

লা লিগার শীর্ষে উঠেছে বার্সেলোনা। গত রোববার অ্যাওয়ে ম্যাচে ভিয়ারেয়ালকে ২-০ গোলে হারালো তারা। বার্সার হয়ে গোল করেছেন লামিনে ইয়ামাল এবং রাফিনিয়া। ৩৯ মিনিটে ভিয়ারিয়েলের রেনাতো ভেইগা লাল কার্ড দেখায় সহজ হয়ে যায় হান্সি ফ্লিকের দলের লড়াই।

এ জয়ে টানা সাত ম্যাচ অপরাজিত থাকলো বার্সেলোনা। গত রোববারের ম্যাচেও শুরু থেকে আগ্রাসী ছিলেন বার্সার ফুটবলাররা। প্রতিপক্ষকে কোণঠাসা করে দেয়ার চেষ্টা করেন তারা। দ্রুত ফলও পায় ফ্লিকের দল। ১২ মিনিটের মাথায় প্রথম গোল করেন রাফিনিয়া। ইয়ামালের কাছ থেকে বল পেয়ে বক্সের ডান দিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন তিনি। তাকে ফাউল করেন ভিয়ারেয়ালের এক ফুটবলার। রেফারি বার্সেলোনার পক্ষে পেনাল্টি দেন। গোল করতে ভুল করেননি রাফিনিয়া। প্রথম গোলের ঠিক ২ মিনিট পর রাফিনিয়ার একটি শট বারে গেলে ফিরে আসে।

পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় ভিয়ারেয়ালও। একাধিক বার দলকে বিপদমুক্ত করেন বার্সেলোনার গোলরক্ষক। কিন্তু ভিয়ারেয়ালের খেলার ছন্দ নষ্ট হয়ে যায় ৩৯ মিনিটে ভেইগার ভুলে। ইয়ামালকে পিছন থেকে ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। ১০ জনের ভিয়ারেয়াল বাধ্য হয়েই কিছুটা রক্ষণাত্মক হয়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে আরও আগ্রাসী হয় বার্সেলোনা। ৬২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ইয়ামাল। প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে থেকে বল পেয়ে গোল করেন তিনি। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ভিয়ারেয়ালের ফুটবলাররা প্রতি আক্রমণে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু সফল হননি তারা।

শেষ দিকে স্কোরশিটে নাম তোলার দারুণ একটি সুযোগ পান র‌্যাশফোর্ড। ডি ইয়ংয়ের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে নিচু শট নেন ইংলিশ ফরোয়ার্ড, তবে শটে জোর ছিল না খুব একটা, গোললাইন থেকে ক্লিয়ার করেন ভিয়ারেয়ালের এক ডিফেন্ডার।

আগামী ৩ জানুয়ারি লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে বার্সেলোনা।

এদিনের জয়ের পর ১৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৪৬। লা লিগার পয়েন্ট তালিকায় তারাই শীর্ষে। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ। লীগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি