ক’দিন আগে ফিফা র্যাংকিংয়ে আট ধাপ পিছিয়েছিলেন আফঈদ খন্দকার, ঋতুপর্ণারা। র্যাংকিং অপরিবর্তিত রয়েছে হামজা চৌধুরী ও শমিত সোমদের। ফিফা সোমবার জাতীয় পুরুষ দলের র্যাংকিং প্রকাশ করেছে। এই র্যাংকিংয়ে বাংলাদেশ গত মাসের মতো ১৮০ তম অবস্থানেই রয়েছে। গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের পর আর কোনো ফিফা উইন্ডো ছিল না। তাই ম্যাচ না খেলায় র্যাংকিংয়েও পরিবর্তন হয়নি। বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে খেলেছিল। নভেম্বর প্রকাশিত র্যাকিংয়ে ফিফা বাংলাদেশ ও নেপালের মধ্যকার প্রীতি ম্যাচ দেখায়নি। বাফুফে ফিফা এবং এএফসিকে বিষয়টি জানায়। দুই প্রতিষ্ঠানই ডিসেম্বর মাসের র্যাংকিংয়ে সেটি সমন্বয়ের কথা বলেছিল। র্যাংকিংয়ের অবস্থানের নড়চড় না হলেও ওই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। নভেম্বর মাসে ছিল ৯১১.১৯ পয়েন্ট, যা ডিসেম্বরে হয়েছে ৯১১.১০।
বাংলাদেশ-নেপালের বিপক্ষে হোম ম্যাচ খেলেছিল। অ্যাওয়ে ম্যাচে নেপাল ২ গোলে ড্র করেছে এজন্য তাদের পয়েন্ট খানিকটা বেড়েছে ডিসেম্বরে। নভেম্বরে যেখানে ছিল ৯০২.৪৪ পয়েন্ট সেখানে ডিসেম্বরে ০.০৮ বেড়ে হয়েছে ৯০২.৫২ পয়েন্ট। এতে অবশ্য নেপালের অবস্থানের কোনো উন্নতি হয়নি কারণ ১৮১ তম স্থানে থাকা বেলিজের পয়েন্ট ৯১০.৭৪ পয়েন্ট।