image
মেহেদি মিরাজ

স্থানীয় খেলোয়াড়দের ওপর ভরসা সিলেট অধিনায়কের

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আসন্ন বিপিএলে সিলেট টাইটানসের স্থানীয় খেলোয়াড়দের ওপর ভরসা করছেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিজ দলের স্থানীয় খেলোয়াড়দের প্রশংসাও করেছেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড-২-এ সংবাদিকদের মিরাজ বলেন, ‘আমাদের দলে বেশ কিছু শীর্ষ পর্যায়ের খেলোয়াড় আছে। সীমিত ওভারের ক্রিকেটে আমাদের শীর্ষ বোলার নাসুম আহমেদ। পাশাপাশি খালেদ আহমেদ-এবাদত হোসেনসহ অন্য খেলোয়াড়রা দুর্দান্ত ফর্মে আছেন।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টির বিশেষজ্ঞ ইমনসহ আরও কিছু খেলোয়াড়ও সিলেট দলে আছেন। আমি বিশ্বাস করি, স্থানীয় খেলোয়াড়রা দলের সাফল্যে বড় অবদান রাখবে।’

অলরাউন্ডার আফিফ হোসেন এবং উইকেটরক্ষক-ব্যাটার জাকির হাসানের দক্ষতার ওপর আস্থা আছে মিরাজের। তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় বিবেচনা করা হতো আফিফকে। মাঝে তার খারাপ সময়ও গিয়েছে। আমি বিশ্বাস করি, বিপিএল দিয়ে সেরা রূপে ফিরবে আফিফ। জাতীয় দলে ফেরার জন্যও আফিফের কাছে বিপিএল হতে যাচ্ছে সেরা প্ল্যাটফর্ম।’

জাকির সর্ম্পকে মিরাজ বলেন, ‘রানের জন্য সবসময়ই মুখিয়ে থাকে জাকির। অনুশীলনেও সবসময় মনোযোগী থাকে সে। আমি আশাবাদী দলের জন্য নিজের সেরাটা উজার করে দেবে এবং আমাদের সবার প্রত্যাশা পূরণ করবে।’

বিদেশি খেলোয়াড়রা দলের সঙ্গে দ্রুত যোগ দেবেন বলে জানান মিরাজ। তিনি বলেন, ‘সবাই আগামীকাল (আজ) থেকে আসতে শুরু করবে এবং আশা করি আগামী দুই দিনের মধ্যে একসঙ্গে পুরো দল অনুশীলন করবে।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি