রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে রুয়েটে প্রিমিয়ার ক্রিকেট লীগ (আরপিএল)। মঙ্গলবার, (২৩ ডিসেম্বর ২০২৫) সকালে রুয়েট কোয়াটার সংলগ্ন নতুন মাঠে প্রধান অতিথি হিসেবে
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
আয়োজকদের তথ্য মতে, রুয়েটের কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত আরপিএল ক্রিকেট টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৫ ডিসেম্বর খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন রুয়েটের প্রধান প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, সিনিয়র নির্বাহী প্রকৌশলী (পুর) মো. নোমান পারভেজ, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন ইতি, নির্বাহী প্রকৌশলী (পুর) মো. আহসান হাবীব ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী টেকনিক্যাল অফিসার ও নিরাপত্তা শাখায় অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মো. আবুল হাসেম মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানরা।