ফেডারেশন কাপ
প্রিমিয়ার ফুটবল লীগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। অন্যদিকে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন কিংস। তবে মঙ্গলবার, (২৩ ডিসেম্বর ২০২৫) ফেডারেশন কাপে এই দুই সেরার লড়াইয়ে হারেনি কেউই। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই কিংসকে রুখে দিয়েছে মোহামেডান। কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র করে।
তবে এক পয়েন্ট পেয়ে খুশি মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। তার কথা, ‘ম্যাচ ড্র হলেও আমি খুশি। তবে জিততে পারলে আরও বেশি খুশি হতাম। তারপরও বলব, খুব বেশি খুশি হওয়ার তেমন কিছু নেই। গ্রুপে আমাদের আরেকটি ম্যাচ বাকি রয়েছে। ওই ম্যাচ যদি জিততে পারি তাহলে আমরা কোয়ালিফাই করবো এবং সেই ম্যাচের প্রত্যাশায় আমরা থাকছি।’ এই ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় গ্রুপে সুবিধাজনক অব¯’ানে রয়েছে মোহামেডান। দুই ড্র এবং পুলিশের বিপক্ষে এক জয়ে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নদের সংগ্রহ পাঁচ পয়েন্ট।
এদিকে জিততে না পারলেও নিজেদের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট কিংস কোচ মারিও গোমেজ। খেলা শেষে গোমেজ বলেন, ‘আমার ফুটবলাররা ভালো খেলেছে, তা নিয়ে আমি খুশি। তবে ড্র হওয়ায় পুরোপুরি খুশি নই। তবুও ঠিক আছে, একটি পয়েন্ট যোগ হয়েছে।’ প্রথম দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে মারিও গোমেজের দল। তাদের ঝুলিতে দুই পয়েন্ট। গোল না পাওয়ায় কিছুটা আক্ষেপ আর্জেন্টাইন এই কোচের, ‘আমাদের কিছু ভালো সুযোগ ছিল, কিন্তু সেগুলো থেকে গোল করতে পারিনি। এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আগের ম্যাচে হেরে এসেছিলাম (লীগের খেলায়)। তাই জয়ে ফেরাটা জরুরি ছিল। আমরা ভালো খেলেছি, শুধু গোলটাই দরকার ছিল, এইটুকুই।’
এই ম্যাচেটি হওয়ার কথা ছিল গত ১৬ ডিসেম্বরে। কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ থাকায় পিছিয়ে দেয় বাফুফে। তাতে দুই দল কোমর বেঁধে প্রস্তুতি নেয়ার জন্য সময় পায় আরও সাত দিন, কিন্তু মাঠের লড়াইয়ে সে প্রস্তুতির প্রতিফলনের দেখা মেলেনি। নিজেদের বোঝাপড়ার ভুলে তৃতীয় মিনিটেই অবশ্য বিপদে পড়তে বসেছিল মোহামেডান। তবে রাকিব হোসেনের শট কোনোমতে কর্নার করে দেন গোলরক্ষক সুজন হোসেন।
২১তম মিনিটে সোহেল রানার লং পাস বক্সে রাকিব নাগাল পাওয়ার আগেই সুজন গ্লাভসে জমান। ম্যাচ জুড়েই বক্সে রাকিব বলের জোগান দিয়ে গেছেন, কিন্তু তা জালে পাঠাতে পারেননি কেউই। একটু পর বক্সের সামনে সানডেকে ট্যাকল করেন এলি কেকে। ফ্রি কিকের সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে তিনি দেখেন হলুদ কার্ড। ফয়সাল আহমেদ ফাহিমের ফ্রি কিক বেরিয়ে যায় পোস্টের অনেকটা দূর দিয়ে। পরের মিনিটে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বল গ্যালারিতে উড়িয়ে মেরে হলুদ কার্ড দেখেন মোহামেডানের মরিসন।
৩১তম মিনিটে ভুল পাসে তপু এবার বল তুলে দেন নাবিব নেওয়াজ জীবনের পায়ে। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে হতাশা বাড়ে কিংসের।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের কাটক্যাকে রাকিব মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি কিংস।
দ্বিতীয়ার্ধে মোহামেডানের খেলায় গতি ফেরে কিছুটা। ৬১তম মিনিটে মোজাফফরভের বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফেরান কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ৭৮তম মিনিটে ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির দুর্বল হেড ফেরান সুজন। একটু পর বক্সের ভেতরে ভালো জায়গায় বল পেয়ে সানডে বাইরে মেরে হতাশ করেন।
শেষ দিকে আরেকটি সুযোগ হারানোয় ডেডলক আর খুলতে পারেনি মোহামেডান। তাতে গত ১২ ডিসেম্বর লীগ ম্যাচে কিংসের কাছে হারের ক্ষতে প্রলেপও দেয়া হয়নি আলফাজ আহমেদের দলের।