ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীদের সাফল্যের বছর

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

২০২৫ সালে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীদের সাফল্য উল্লেখ করার মতো। ফুটবলে বাংলাদেশের মেয়েরা ইতিহাস গড়ে ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ক্রিকেটে সীমিত প্রস্তুতিতে প্রত্যাশা পূরণ না হলেও চেষ্টা ছিল চোখে পড়ার মতো।

https://sangbad.net.bd/images/2025/December/24Dec25/news/3.jpg

বাংলাদেশের নারী ফুটবলাররা নিজেদের এক ঐতিহাসিক বছর পার করেছেন। কিছু সিনিয়র খেলোয়াড় এবং কোচের মধ্যে মনোমালিন্য থাকা সত্ত্বেও দলটি প্রথমবারের মতো ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। মায়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তানকে হারিয়ে বাংলাদেশ তাদের বাছাইপর্বের গ্রুপে শীর্ষস্থান দখল করে।

এর মধ্যে বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের দাপুটে জয় এবং উচ্চতর র‌্যাংকিংয়ের মায়ানমারের বিপক্ষে স্মরণীয় ২-১ গোলের জয় অন্তর্ভুক্ত ছিল।

এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ফিফা নারী বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১২৮তম থেকে ১০৪তম স্থানে উঠে আসে। আগস্টের শুরুতে তারা ছিল র‌্যাংকিংয়ের সবচেয়ে বড় লাফ দেয়া দল, যা দেশের মাটিতে নারী ফুটবলের এক যুগান্তকারী বছরকে তুলে ধরে।

https://sangbad.net.bd/images/2025/December/24Dec25/news/2%20%281%29.jpg

ক্রিকেটে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা ওয়ানডে বিশ্বকাপে একটির বেশি ম্যাচ জয়ের রেকর্ড ভাঙতে না পারলেও, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে আশা দেখিয়েছিল। বাংলাদেশ তাদের অভিযান শুরু করেছিল পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পরিস্থিতি তৈরি করেও জিততে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল বিশেষভাবে যন্ত্রণাদায়ক। ২০৩ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ মাত্র ৭ রানে হেরে যায়; শেষ পাঁচ উইকেট তারা হারিয়েছিল মাত্র এক রানের ব্যবধানে ৬টি বলের মধ্যে। এই আকস্মিক ধস একটি ঐতিহাসিক জয়কে একটি বেদনাদায়ক পরাজয়ে পরিণত করে। তা সত্ত্বেও, টাইগ্রেসরা উচ্চতর র?্যাংকিংয়ের দলগুলোর বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে না পারায় বয়সভিত্তিক ছেলেদের দলের বিপক্ষে খেলে তাদের প্রস্তুতি নিতে হয়েছিল।

নারী কাবাডিতে সাফল্য

জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডিতে ২০২৫ সালে নারী দলে সাফল্য এসেছে। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ নারী কাবাডিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। যুব এশিয়ান গেমসে বালক ও বালিকা উভয় বিভাগে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। এক দশক পর নারী কাবাডি বিশ্বকাপ আবার আয়োজন হয়েছে। বাংলাদেশ কাবাডি বিশ্বকাপ আয়োজন করেছে।

টিটিতে জাভেদ-খৈ খৈ

এর ইতিহাস

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ মিশ্র বিভাগে রৌপ্য লাভ করে। জাভেদ আহমেদ ও খৈ খৈ মারমা দেশের হয়ে পদক জেতেন। টেবিল টেনিসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।

ওই গেমসেই উশুতে ১টি ও ভারোত্তোলনে ৩টি পদক পায় বাংলাদেশ। সাফ অ্যাথলেটিক্সে রিলেতে পদক পেয়েছে বাংলাদেশ। সাতারু সামিউল ইসলাম রাফি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে পদক জিতেছেন।

সম্প্রতি