মাল্টিফ্যাবস ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ খেলায় বর্ডার গার্ডকে (বিজিবি) ৩-০ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় পিডিবি। ১৪ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে তারা। সব মিলিয়ে অষ্টমবারের মতো লীগ শিরোপা জিতেছে তারা। অন্যদিকে সমান খেলায় ৩০ পয়েন্ট নিয়ে রানার্সআপ তিতাস ক্লাব। যারা নিজেদের শেষ খেলায় বিকেএসপিকে হারায় ৩-০ সেটে। লীগের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির। এসময় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান প্রমুখ।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে