image
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চার দল দ্বৈতের কোয়ার্টারে

ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজে বাংলাদেশের শাটলারদের জয়জয়কার। প্রথমবারের মতো স্বাগতিকদের চার জুটি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ইরানের মেহেদী আনসারী-আমিন হোসেন জুটিকে ১৭-২১, ২১-১৪ ও ২১-১৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে।

তানভীর-গৌরব সিংহ জুটি বাংলাদেশের প্রতিযোগী আকিব সুলাইমান-শুভ খন্দকার জুটিকে ২৪-২২ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন। নাইম-মিজান জুটি ভিয়েতনামের ডংখে ডংখা-ট্রান হং খা জুটিকে ২২-২৪, ২১-১৪ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন।

আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল ইরানের আমির হোসেন আজমলো-সাইদ আরমিন জাকি জুটিকে ২১-১১ ও ২১-৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

শেষ বত্রিশের লড়াইয়ে ভারতের জুটিকে সরাসরি সেটে উড়িয়ে দেওয়া রিয়াদুল-তনয়ের ইরানের বিপক্ষে অবশ্য শুরুটা ছিল হতাশার। ভালো খেললেও তারা প্রথম সেট হেরে যান ২১-১৭ পয়েন্টে। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান রিয়াদুল-তনয়। আমির হোসেইন হাসানি-মেহেদি আনসারিকে প্রতিরোধ গড়ার সুযোগ না দিয়ে, ২১-১৪ পয়েন্টে জিতে সমতায় ফেরেন তারা। তৃতীয় সেটে লড়াই কিছুটা জমলেও ২১-১৯ ব্যবধানে জয় তুলে নেন দুজনে।

কদিন আগেই ব্যাডমিন্টনে দারুণ প্রাপ্তি হয়েছে বাংলাদেশের। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টরন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫ এর মিশ্র দ্বৈতে দেশকে রুপা এনে দেন আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি। রিয়াদুল-তনয়, তানভীর-গৌরব জুটির হাত ধরে আরেকটি সাফল্যের দিকে ছুটছে বাংলাদেশ।

সম্প্রতি