ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির হুঁশিয়ারি

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বিপিএল একাদশ আসর ছিল না ইস্যুতে সমালোচিত। এর মধ্যে ক্রিকেটার ও কোচিং স্টাফদের পারিশ্রমিক নিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিতর্কিত হয়েছিল। তবে দ্বাদশ আসর শুরুর আগে বিষয়টি নিয়ে বিসিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিসিবির পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, কোনো খেলোয়াড়ের পাওনা নিয়ে সমস্যা হলে বোর্ড আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি বলেছেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল মূলত টুর্নামেন্টের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করে। আর্থিক বা আয়োজন সংক্রান্ত সিদ্ধান্তগুলো তারাই (ফ্র্যাঞ্চাইজি) নেয়। আমাদের বোর্ড সামগ্রিক বিষয়গুলো দেখাশোনা করে। পরিচালনা পরিষদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সবকিছু বর্তমানে প্রক্রিয়ার মধ্যে রয়েছে।’

ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা এবং পাওনা পরিশোধের বিষয়ে গণমাধ্যমকে ইতোমধ্যে অবগত করা হয়েছে জানিয়ে আমজাদ হোসেন বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমেই আপনারা জানতে পারছেন কোন দলগুলো সঠিক পথে আছে এবং কাদের পাওনা পরিশোধ করা হয়েছে।’

ফ্র্যাঞ্চাইজি শর্ত ভঙ্গ করলে বা খেলোয়াড়দের পাওনা পরিশোধে ব্যর্থ হলে বোর্ড আইন অনুযায়ী ব্যবস্থা নেবে হুঁশিয়ারি দিয়েছেন বিসিবির এই পরিচালক। ‘কোনো খেলোয়াড়ের পাওনা নিয়ে সমস্যা হলে বোর্ড থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারে আমাদের যে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে, কোনো ফ্র্যাঞ্চাইজি যদি শর্ত ভঙ্গ করে বা অর্থ পরিশোধে ব্যর্থ হয়, তবে বিসিবি সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’

বিপিএলের ভাবমূর্তি অক্ষু্ণ্ণ রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কমিটি কাজ করছে উল্লেখ করে আমজাদ হোসেন বলেন, ‘আমাদের কমিটি অবশ্যই এই খেলাটিকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করছে। ইতোপূর্বে যে ধরনের অভিযোগগুলো ছিল, সেগুলো কাটিয়ে উঠে কীভাবে বিপিএলকে স্বচ্ছ করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা সেই চেষ্টাই করছি। আপনারা তো সবসময় এটি দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন।’

সম্প্রতি