চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক করা হয়েছে শেখ মেহেদিকে। এর আগে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
এদিকে চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার, (২৫ ডিসেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব (মালিকানা) বুঝে নিয়েছে বিসিবি। এরপর চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমন দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া নাফিস ইকবালকে টিম ম্যানেজার করা হয়েছে চট্টগ্রামের। এর আগে শুরুতে প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনেশিয়ান মোমিনুল হকের নাম জানিয়েছিল চট্টগ্রাম। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে নিয়োগ দেয়ার কথা জানায়।