ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি। অবশ্য অল সিলেট ফাইনাল বললেও ভুল হবে না। কারণ পুরুষ দ্বৈতের ফাইনালে ওঠা দুই দুটির চারজনই সিলেটের বাসিন্দা। শুক্রবার,(২৬ ডিসেম্বর ২০২৫) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতের ফাইনালে গৌরব-তানভীর জুটি ২১-১৯, ১৭-২১ ও ২২-২০ পয়েন্টে (২-১ সেট) মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি ২১-১৯ পয়েন্টে জিতে যায়। দ্বিতীয় সেটে কোর্ট পরিবর্তন করার পর ভাগ্য বদলে যায় মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটির। টানা পয়েন্ট পেতে শুরু করেন তারা। এই গেমসে ৭-১ পয়েন্টে পিছিয়ে পড়েও ১৫-১৩ পয়েন্টে এগিয়ে যায় গৌরব-তানভীর জুটি। দ্বিতীয় সেটে মিজান ও নাঈম জুটি ২১-১৭ পয়েন্টে জিতলে ১-১ সেটে ড্র হয় খেলা। তৃতীয় সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে দুই জুটি। ২০-২০ পয়েন্টে সমান ছিল দুই জুটিই। কিন্তু শেষ পর্যন্ত টানা দুই পয়েন্ট পেয়ে ২২-২০ পয়েন্টে শেষ সেট জিতে ২-১ সেটে চ্যাম্পিয়ন হয় গৌরব-তানভীর জুটি।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন, সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন, পুলিশের ডিআইজি ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক তাপতুন নাসরিন এবং পুলিশের ডিআইজি (স্পেশাল ব্রাঞ্জ) মো. মনিরুজ্জামান। এছাড়া জাতীয় পুরস্কার পাওয়া সাবেক তারকা শাটলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহবুব রব।
এক ঘোষণায় সভাপতি হাবিব উল্যাহ ডন বলেন, ‘আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠ আল আমিন জুমার ও উর্মি আক্তারকে এক হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলাম। এবার আন্তর্জাতিক সিরিজের পুরুষ দ্বৈতের ফাইনালে আমাদের দুটি জুটিই খেলছে। তাই তাদের জন্য আমরা ফেডারেশনে আলোচনা করে তাদের উৎসাহের জন্য আলাদা আর্থিক পুরস্কার ঘোষণা করবো।’ এছাড়া নারী এককের ফাইনালে মালয়েশিয়ার লিম ঝি শিনকে ২১-১৯ ও ২১-৯ পয়েন্টের (২-০ সেট) ব্যবধানে হারিয়ে ভারতের তানভী রেড্ডি, পুরুষ এককের ফাইনালে মালয়েশিয়ার মোহাম্মদ হারিস সুফিয়ান রুশদানকে ২১-১৬, ১৪-২১ ও ২১-১০ পয়েন্টের (২-১ সেট) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন কাজাখস্তান দিমিত্রি পানারিয়ান। নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ড। মালয়েশিয়ান জুটি জান মিন য়ী ও তান ঝিং হুই জুটিকে ২১-১৩, ১৭-২১ ও ২১-১৭ পয়েন্টের (২-১ সেট) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন থাইল্যান্ডের থিটিওয়ারাদা ও সারিসা জুটি।
মিশ্র দ্বৈতে অল মালয়েশিয়া ফাইনালে দাতু আনিফ ইসাক ও ক্লারিসা সান জুটি ২১-১৩ ও ২১-১৫ পয়েন্টে (২-০ সেট) স্বদেশি উই ই তান তার্ন ও তন ঝিং হুই জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম