নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ১২তম আসর শুরু করলো রাজশাহী ওয়ারিয়র্স।
শুক্রবার,(২৬ ডিসেম্বর ২০২৫) শুরু হওয়া বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্সকে। শান্তর ব্যাট থেকে আসে ১০১ রান।
সিলেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সিলেট নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৯০। জয়ের জন্য ১৯১ রান তুলতে নেমে দুই উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় রাজশাহী।
লক্ষ্য তাড়ায় তিনে নেমে শান্ত খেলেন হার না মানা ১০১ রানের অনবদ্য ইনিংস। ৬০ বলের এই ইনিংসে ১০টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল তার ব্যাটিংয়ের পূর্ণতা ও আত্মবিশ্বাস। এটা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ও তানজিদ হাসান কেবল এই আসরে দুটি সেঞ্চুরি করতে পারেছেন।
ম্যাচের নায়ক শান্ত হলেও পার্শ্বনায়ক ছিলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এ ব্যাটার শান্তকে দারুণ সঙ্গ দিয়ে অপরাজিত ফিফটি তুলে নেন এবং তিন বল হাতে থাকতে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় খেলেন হার না মানা ৫১ রানের ইনিংস। তবে রাজশাহীর শুরুটা মোটেও ভালো ছিল না। তানজিদ হোসেন দ্রুত ফিরে যান, আর পাকিস্তান থেকে উড়িয়ে আনা ওপেনার সাহিবজাদা ফারহানও ইনিংস বড় করতে পারেননি। দুই ওপেনারের ব্যাট থেকে আসে যথাক্রমে ১০ ও ২০ রান। এরপর তৃতীয় উইকেটে শান্ত ও মুশফিকের অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটিতেই ম্যাচ পুরোপুরি রাজশাহীর নিয়ন্ত্রণে চলে আসে। সিলেটের খালেদ আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদার ও সাইম আইয়ুবের ৩৬ রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পায় সিলেট। সাইম আউট হলেও রনি এরপর হজরতুল্লাহ জাজাই ও পারভেজ হোসেন ইমনের সঙ্গে কার্যকর জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন। রনি করেন ৩৪ বলে ৪১ রান, সাইম আইয়ুবের ব্যাট থেকে আসে ২৮ রান, আর জাজাই যোগ করেন ২০। চারে নেমে ইনিংসের নিয়ন্ত্রণ নেন পারভেজ হোসেন ইমন। একপ্রান্ত আগলে রেখে শেষদিকে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে সিলেটকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি। ৩৩ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন ইমন। আফিফ ১৯ বলে ঝড়ো ৩৩ রান করলেও শেষ মুহূর্তে রানআউট হয়ে ফিরতে হয় তাকে।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৫ রান তোলা সিলেট শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৯০ রানে থামে। রাজশাহীর বোলারদের মধ্যে নেপালের সন্দিপ লামিচানে ছিলেন সবচেয়ে সফল, ৩৮ রান খরচায় নেন ২টি উইকেট।
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ হাদি
স্মরণে নিরবতা পালন
ডে লাইট ফায়ার ওয়ার্ক প্রদর্শনের পাশাপাশি ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বিপিএল টুর্নামেন্টের দ্বাদশ আসরের।
বেলা দুইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সম্প্রতি সন্ত্রাসী হামলায় শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নিরবতা পালনের সময় বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে দুই হাত তুলে দোয়া করতে দেখা গেছে।
এবারের উদ্বোধনে দুই পর্বের আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হয় বিকেল তিনটায়। দ্বিতীয় ভাগে থাকছে নাচ ও গানের আয়োজন। বিপিএলে অংশ নেয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের এই অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
এদিকে উদ্বোধন উপলক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক থেকে গ্যালারির চারদিকে করা হয়েছে নয়নাভিরাম সাজসজ্জা।
ক্রিকেটীয় নানা আয়োজনের পাশাপাশি সিলেটের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও নিদর্শনের প্রদর্শনী ফুটে উঠেছে। সবমিলিয়ে ভিন্ন এক পরিবেশ বিরাজ করছে স্টেডিয়ামে। উদ্বোধনী দিনে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির ভাষ্য অনুযায়ী, প্রথম দিনে খেলা দেখতে সিলেটের গ্যালারিতে হাজির হয়েছেন ১৭ হাজার ৮৮৪ জন দর্শক।
আজকের খেলা
ঢাকা-রাজশাহী, দুপুর ১টা
সিলেট-নোয়াখালী, সন্ধ্যা ৬টা
(সিলেট ক্রিকেট স্টেডিয়াম)
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম