বড়দিনের ছুটি কাটিয়ে ফিরে শনিবার,(২৭ ডিসেম্বর ২০২৫) নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে তারা এগিয়ে গিয়েছিল টিয়ানি রেইনডার্সের গোলে। প্রায় ১০ মাস আগে ফরেস্টের মাঠে তেতো অভিজ্ঞতা হয়েছিল ম্যানচেস্টার সিটির। এবারও লড়াই হলো বেশ। পয়েন্ট হারানোর শঙ্কাও হয়তো জেগেছিল দলটির।
নিউক্যাসল হারলো ম্যান ইউ
ইংলিশ প্রিমিয়ার লীগে গতকাল শুক্রবার রাতে মাঠের দাপটে এগিয়ে থেকেও নিউক্যাসল ইউনাইটেড ১-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে। ক্লাবের হয়ে প্যাট্রিক ডোগুর প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান ধরে রাখলো তারা। উত্থান-পতনের মধ্যে যাওয়া মৌসুমে ফিরল জয়ের পথে। তিন ম্যাচে এটাই লীগে তাদের প্রথম জয় ম্যান ইউর।
১৮ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ২৯, আপাতত পাঁচে উঠে এসেছে অ্যামুরির দল। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে চেলসি, নিচে লিভারপুল।