image

মরক্কোর টানা জয়ের রেকর্ড থামলো

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশন্সে গতকাল শুক্রবার মালির সঙ্গে ১-১ গোলে ড্র করে মরক্কো। এই ড্রয়ে মরক্কোর টানা জয়ের বিশ্বরেকর্ড থামলো ১৯ ম্যাচে। তবে ম্যাচ না হারায় তাদের অপরাজেয় যাত্রা পৌঁছে গেল ২২ ম্যাচে। ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলো থেকে বিদায় নেয়ার পর আর পরাজয়ের স্বাদ পায়নি দলটি।

রাবাতে এই ম্যাচের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াস। রেয়াল মাদ্রিদের তারকা গোল করেছিলেন আগের ম্যাচটিতেও। মালি সমতা ফেরায় ৬৪তম মিনিটে। ১১ ম্যাচের মধ্যে প্রথম গোল হজম করে মরক্কো।

ম্যাচের দুটি পেনাল্টির সিদ্ধান্তই আসে ভিএআর থেকে। নিজেদের মাঠে প্রবল ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল মরক্কো। তবে এখনও তাদের সেরাটা দেখা যায়নি। প্রথম ম্যাচে কমোরোসের বিপক্ষে ২-০ গোলে জিতলেও পারফরম্যান্সে ছিল না প্রত্যাশিত ধার ও ছন্দ। এবার তো পয়েন্টই হারাতে হলো। ম্যাচ শেষে ঘরের মাঠের দর্শকরা দুয়ো দেয় নিজেদের দলকে। গত বিশ্বকাপে চমক দেখিয়ে চতুর্থ হওয়া দলটি অবশ্য পয়েন্ট হারালেও গ্রুপের শীর্ষে আছে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে।

এ দিনই আরেক ম্যাচে মোহামেদ সালাহর শেষ সময়ের পেনাল্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করে মিশর। সফল স্পট কিকে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন মিশরের অধিনায়ক। টানা দ্বিতীয় জয়ে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করার পর আসন্ন চ্যালেঞ্জের জন্য উন্মুখ লিভারপুলের তারকা ফরোয়ার্ড।

৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। প্রথমার্ধের যোগ করা সময়ে রাইট ব্যাক মোহামেদ হানি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মিশর। রেকর্ড সাত বারের চ?্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার আক্রমণের জোয়ার সামলে ফেরে জয় নিয়ে।ম্যাচ শেষে অধিনায়ক সালাহর কণ্ঠে শোনা গেল স্বস্তি। ‘অবশ্যই ফলের জন্য আমি খুশি। এটা ছিল কঠিন ম্যাচ। বেশিরভাগ সময় ওরাই আধিপত?্য করে। ওরা এমন দল, যারা লম্বা সময় বল দখলে রাখতে পারে। আমার মনে হয়, আমাদের একটি ভালো পরিকল্পনা ছিল, সেটা কাজ করেছে।’

‘আমরা তিন পয়েন্ট পেয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহ ছিল অবিশ্বাস। আশা করি, আমরা এভাবেই এগিয়ে যেতে পারবো।’

সম্প্রতি