image

মাঠে হার্ট অ্যাটাকের পর মারা গেলেন ঢাকার কোচ মাহবুব

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বিপিএল দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচ শুরুর আগে মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি (৫৯)।

শনিবার,(২৭ ডিসেম্বর ২০২৫) সিলেট স্টেডিয়ামে ঢাকা ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচের আগে প্রস্তুতিতে ব্যস্ত ছিল দু’দলের ক্রিকেটাররা। ঐ সময় ঢাকা দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠেই ছিলেন মাহবুব।

হঠাৎ করে মাঠে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে মাহবুবকে সিপিআর দেয়া হয়।

এরপর অ্যাম্বুলেন্সে করে আল হারামাইন হাসপাতালে নেয়া হয় মাহবুবকে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফাইড পেইজে ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

আশির দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার ছিলেন মাহবুব। পেসার হিসেবে পরিচিতি ছিল তার। জাতীয় দলে না খেলতে না পারলেও জাতীয় চ্যাম্পিয়নশিপে কুমিল্লার হয়ে খেলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লীগেও বিভিন্ন দলের হয়ে খেলেছেন এই পেসার।

খেলোয়াড়ী জীবন শেষ করে কোচিংয়ে যোগ দেন মাহবুব। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পান মাহবুব। এরপর দেশের পেস বোলিং কোচ হিসেবে সুনামও কুড়িয়েছেন তিনি। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন মাহবুব।

মাহবুবের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।

সম্প্রতি