image
সহকারী কোচের হঠাৎ মৃত্যুতে ঢাকা ও রাজশাহী খেলোয়াড়দের নীরবতা পালন

কোচকে হারানোর শোকের দিনে ঢাকার নায়ক ইমাদ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আগের ম্যাচে সেঞ্চুরির পর এদিনও ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে থামিয়ে শুরুতেই প্রভাব বিস্তার করেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ইমাদের তোপে রাজশাহী ওয়ারিয়র্সকে অল্প রানে আটকে দেয়ার পর ব্যাট হাতে জয় নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির রহমান।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে এই জয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে এক শোকাতুর ঘটনা। শনিবার,(২৭ ডিসেম্বর ২০২৫) সিলেট স্টেডিয়ামে ম্যাচের আগে ওয়ার্মআপের সময় ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন শোকস্তব্ধ পরিস্থিতির মধ্যেই মাঠে নেমে জয় তুলে নিলো ঢাকা।

রাজশাহীকে ১৩২ রানে অলআউট করার পর ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। বল হাতে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে রাজশাহীর ইনিংস ধসিয়ে দেন ইমাদ। রান তাড়ায় ওপেনার সাইফ হাসান ব্যর্থ হলেও ৩৯ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন তরুণ বাঁহাতি ব্যাটার মামুন। আর শেষ দিকে ১০ বলে ২ ছক্কা ও ১ চারে অপরাজিত ২১ রান করে অভিজ্ঞতার পরিচয় দেন সাব্বির রহমান।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে শুভ সূচনা করে ঢাকা। এরপর তানজিদ হাসান তামিমকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন শান্ত। তানজিদ ১৫ বলে ২০ রান করে বিদায় নিলেও শান্ত ছিলেন সাবলীল। ২৮ বলে ৩৭ রান (২ চার ও ২ ছক্কা) করে শান্ত আউট হওয়ার পর মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি (২৩ বলে ২৪)। ফলে বড় সংগ্রহ পায়নি রাজশাহী।

সহজ রান তাড়ায় শুরুতেই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে খেলেন মামুন। উসমান খান ও মোহাম্মদ মিঠুনকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। মামুন ব্যক্তিগত ৪৫ রানে ফিরলেও পরবর্তী ব্যাটাররা কোনো ভুল করেননি। নাসির হোসেন ও শামীম হোসেনের পর সাব্বির রহমানের ক্যামিও ইনিংসে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

কোচকে জয় উৎসর্গ

ম্যাচের আগে মাঠেই লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি, ম্যাচ জিতে তাকে উৎসর্গ করলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

ম্যাচের টস যখন হচ্ছে, তখনও মাঠে শেষ সময়ের প্রস্তুতি দেখভাল করছিলেন মাহবুব আলি । একটু পরই মাঠে লুটিয়ে পড়লেন তিনি। সহকারী কোচকে হাসপাতালে পাঠিয়ে ম্যাচ খেলতে নামলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। কিছুক্ষণ পরই জানা গেল, ক্রিকেট ও জীবনের সীমানা পেরিয়ে গেছেন মাহবুব। ম্যাচের মাঝ বিরতিতে এক মিনিট নীরবতা পালন করা হলো। শোককে শক্তিতে রূপান্তর করে ঢাকা ক্যাপিটালস পরে জিতে নিলো ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী ওয়ারিয়র্স ১৩২/৮ (তানজিদ ২০, শান্ত ৩৭, মুশফিক ২৪, নাওয়াজ ২৬* ; ইমাদ ৩/১৬, নাসির ২/৩২)।

ঢাকা ক্যাপিটালস ১৮.৫ ওভারে ১৩৩৪/৫ (আল মামুন ৪৫, নাসির ১৯, শামীম ১৭*, সাব্বির ২১*; নাওয়াজ ৩/২১)।

ম্যাচসেরা: ইমাদ ওয়াসিম।

গত শুক্রবার দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে জিতেছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট স্টেডিয়ামে ১৭৪ রান তাড়ায় নোয়াখালী এক্সপ্রেস থেমেছে ১০৯ রানে।

সম্প্রতি