image
কিংস অ্যারিনায় স্বাগতিকদের বিপক্ষে আবাহনীর একটি আক্রমণ

পয়েন্ট খোয়ালো আবাহনী, মোহামেডান, বসুন্ধরা

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বাংলাদেশ ফুটবল লীগের অষ্টম রাউন্ডে এসে পয়েন্ট খোয়ালো বড় তিন দলই। ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান এবং সাবেক দুই চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস। বড় দলের ড্রয়ের ফাঁদের দিনে অবশ্য জয়ের মুখ দেখেছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।

কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই গোলের নেশায় খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে রাকিব হোসেন গোল করে কিংসকে এগিয়ে দেন (১-০)। মিনিট ১১ পর এমানুয়েলের গোলে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা (২-০)। কিন্তু মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের ঝড়ে গতি হারায় তারা। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীর ব্যবধান কমান তিনি (১-২)। ৫১ মিনিটে তার গোলেই ম্যাচে সমতা আনে ঢাকার আকাশী-হলুদ শিবির (২-২)। তবে আবাহনীকে জয়বঞ্চিত এবং সুলেমান দিয়াবাতেকে হ্যাটট্রিক বঞ্চিত করেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। ৭০ মিনিটে পেনাল্টি থেকে দিয়াবাতের শট রুখে দেন তিনি। শেষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আবাহনীকে। এই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো কিংস। দশ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে সমান ম্যাচ খেলা আকাশী-হলুদরা।

ফুটবল লীগে বছরের শেষ ম্যাচে জিততে পারেনি মোহামেডান। শুরুতে পড়লো পিছিয়ে পরে সমতায় ফিরলেও পেল না জয়সূচক গোলের দেখা। রহমতগঞ্জ মুসলিম সোসাইটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়লো লীগের শিরোপাধারীরা। শনিবার,(২৭ ডিসেম্বর ২০২৫) কুমিল্লার মাঠে ম্যাচটি ১-১ ড্র হয়। আভিষেক লিম্বুর গোলে পিছিয়ে পড়া মোহামেডানকে সমতায় ফেরান স্যামুয়েল বোয়াটেং।

চলতি লীগে আট ম্যাচে মোহামেডানের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় ড্র; ৯ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে আছে আলফাজ আহমেদের দল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রহমতহঞ্জ।

মোহামেডানের বিপক্ষে শুরুটা ভালো ছিল এ মৌসুমে লীগে উজ্জীবিত ফুটবল খেলা রহমতগঞ্জের। ২৪তম মিনিটে সলোমন কিংয়ের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন নেপালি ডিফেন্ডার লিম্বু। এ ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় পুরান ঢাকার দলটি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৬২তম মিনিটে উজেবিকস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভের পাস থেকে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড বোয়াটেং।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর পা ওমার বাবুর পেনাল্টি গোলে ১-১ ড্র করেছে ফর্টিস এফসি। এই ড্রয়ের পর ১৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ব্রাদার্স।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডাব্লিউডিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল।

৫০তম মিনিটে শিহাব মিয়া লাল কার্ড পেলেও ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে ব্যবধান কমালেও ফকিরেরপুলের জয় আটকাতে পারেনি পিডাব্লিউডি।

এ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল অষ্টম স্থানে উঠে এসেছে। পিডাব্লিউডি ৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে নবম স্থানে।

সম্প্রতি