image
নারী ফুটবলারদের ফাইল ছবি

১১ ক্লাব নিয়ে ঢাকায় মেয়েদের ফুটবল লীগ শুরু আজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বহুল কাক্সিক্ষত মেয়েদের ফুটবল লীগ শুরু হচ্ছে আজ। এবারের আসরে ১১টি ক্লাব অংশ নিচ্ছে। এগুলো হলো- নাসরিন স্পোর্টস একাডেমি, পুলিশ ফুটবল ক্লাব, আর্মি স্পোর্টস ক্লাব, বিকেএসপি, আনসার, সদ্যপুস্করনি যুব স্পোর্টিং ক্লাব, কাচারিপাড়া একাদশ, সিরাজ স্মৃতি সংসদ, ঢাকা রেঞ্জার্স, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রাজশাহী স্টার্স। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে তিনটায় আর্মি ও পুলিশ এবং সন্ধ্যা পৌঁনে ছয়টায় মুখোমুখি হবে বিকেএসপি ও নাসরিন স্পোর্টস একাডেমি। প্রত্যেকটি দল দশটি করে ম্যাচ খেলবে। মোট ৫৫টি খেলা অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারির মধ্যে শেষ হবে লীগের খেলা। বয়সভিত্তিক ফুটবলারদের প্রাধান্য দিতে ম্যাচে ফুটবলার খেলানোর বাধ্যবাধকতা থাকছে। অনেক দলই বিদেশি ফুটবলারদের দলে টেনেছে।

উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসি আর্মি এসসিএলের মুখোমুখি হবে (বিকেল ৩.৩০)। ৫.৪৫ মিনিটে বিকেএসপি এফসি এবং গত মৌসুমের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির ম্যাচ। দ্বিতীয় দিন তিনটি ম্যাচ । বিকেল ৩.৩০ মিনিটে প্রথম ম্যাচে আনসার ও ভিডিপি এফসি মুখোমুখি হবে সদরপুস্কুরণী যুব এসসি-র । বিকেল ৫.৪৫ মিনিটে কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংস্থা ও সিরাজ স্মৃতি সংসদ ম্যাচ। রাত ৮টায় ঢাকা রেঞ্জার্স এফসি বনাম ফরাশগঞ্জ এসসি।

সব ম্যাচ কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা মৌসুমের জন্য একটি কেন্দ্রীভূত ভেন্যু নিশ্চিত করবে।

মেয়েদের এশিয়া কাপের ভালো প্রস্তুতি নিয়ে প্রশ্ন ১১ দলের এই লীগে হাতে গোনা কয়েকটি মানসম্পন্ন দল হলেও বাকিগুলো অনেকটাই গড়পড়তা। বিগত সময় নারী ফুটবল লীগ মানে ছিল অনেক ম্যাচে গোলবন্যা। মার্চে এশিয়া কাপ শুরুর আগে তাই ঋতুপর্ণা-আফিদারা কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে যাবেন, উঠছে সেই প্রশ্নই।

৫ ডিসেম্বর সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল। ঐ টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টিং জাতীয় দলের ফুটবলারদের নিয়ে খেলতে চেয়েছিল।

জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ও ফেডারেশন ফুটবলারদের ছাড়েনি। কারণ হিসেবে দেখিয়েছিল এশিয়া কাপের প্রস্তুতি ও টুর্নামেন্টের মান।

সাফ ক্লাব কাপে ভারত, পাকিস্তান, নেপাল ও ভূটানের খেলোয়াড় থাকলেও বাফুফে ফুটবলারদের ছাড়েনি। অথচ সপ্তাহ তিনেক পরই ঘরোয়া লীগের জন্য ঋতুপর্ণাদের উন্মুক্ত করেছে। এই বৈপরীত্য কেন? এমন প্রশ্নের উত্তরে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই প্রশ্ন বাটলারকেই করা উচিত।’

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে নাসরিন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হলে বাংলাদেশের অর্জন হতো। জাতীয় ফুটবলাররা ঐ টুর্নামেন্টে খেলতে পারলে তাদেরও প্রস্তুতি হতো। এ বিষয়ে কিরণ বলেন, ‘ওখানে খেলোয়াড় ছাড়া হলে দল চ্যাম্পিয়ন হয়ে আসতো। অবশ্যই দেশের সম্মানও বাড়তো। আমি এ নিয়ে অনেক কথাও বলেছি। পিটার ছাড়াও বেশকিছু ইস্যু সেখানে ছিল।’

ত্রিদেশীয় সিরিজের পরপরই ছিল সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। ঋতুপর্ণা-আফিদাদের সেই টুর্নামেন্ট কোচ পিটার খেলতে না দেয়ার কারণ প্রসঙ্গে কিরণ বলেন, ‘তার (পিটার) কথা হচ্ছে, জাতীয় দলের মেয়েদের অন্য কোনো কোচের অধীনে খেলতে দেবে না।’

সাফ ক্লাব কাপে অন্য কোচের অধীনে দিতে রাজি হয়নি, অথচ তিন সপ্তাহ পরেই ঘরোয়া ফুটবল লীগে অন্য কোচের অধীনে খেলছে। যেখানে সব দলে সমান যোগ্যতা-সম্পন্ন কোচ, সুযোগ-সুবিধা নেই। ভূটান লীগে খেলা কয়েকজন ফুটবলারের ফিটনেসে ঘাটতি চোখে পড়েছিল সেপ্টেম্বরে থাইল্যান্ড ম্যাচে। মার্চে এশিয়া কাপের মাত্র এক মাস আগে ঘরোয়া লীগ শেষ হবে।

ফলে ফিটনেস-পারফরম্যান্স অনেক কিছুই শঙ্কার মধ্যে। এ নিয়ে কিরণের মন্তব্য, ‘এখন আসলে পিটারকে জিজ্ঞেস করব। অন্য কোচের অধীনে এখন গেল, আগে দেয়া হয়নি কেন?’

সম্প্রতি