image
তিন পাকিস্তানি ক্রিকেটার

লঙ্কান সিরিজে পাকিস্তান দলে বিপিএলের সাত ক্রিকেটার

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

আগামী মাসে শ্রীলঙ্কার মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে ডাক পেয়েছেন চলমান বিপিএলে খেলতে আসা ৭ ক্রিকেটার । আগামী ৭ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথমবারের মতো ডাক পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার উসমান নাফি বিপিএলে রংপুর দলের হয়ে খেলছেন। আরও আছেন রংপুরেরই ফাহিম আশরাফ, রাজশাহী দলের সাহিবজাদা ফারহান-মোহাম্মদ নেওয়াজ, ঢাকা দলে উসমান খান-সালমান মির্জা এবং সিলেট দলের সাইম আইয়ুব।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগ নিয়ে ব্যস্ত থাকায় দলে সুযোগ হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি. শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের। বিগ ব্যাশে খেলছেন শাদাবও। কিন্তু আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাদাবকে পরখ করে নেয়ার জন্য তাকে দলে সুযোগ দিয়েছে পিসিবি।

এ বছরের জুনে নিজেদের মাঠে বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন শাদাব। পাকিস্তানের হয়ে ১১২ টি-টোয়েন্টিতে ৭৯২ রান ও ১১২ উইকেট শিকার করেছেন তিনি।

এবারের বিপিএলে শুরু থেকেই নামি বিদেশি তারকার কিছুটা সংকট রয়েছে। টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে বড় ভূমিকা রাখছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপে তাদের অনেককেই পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।

ডাম্বুলায় সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি। এই সিরিজ খেলতে আগামী ৫ জানুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের দলে যোগ দেয়ার কথা রয়েছে। ফলে ২ জানুয়ারি বিপিএলের সিলেট পর্ব পর্যন্ত খেলে তারা বিদায় নেবেন। এতে করে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে এই তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে দলগুলোকে। চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর ঢাকার শেষ ভাগের ম্যাচগুলোর জন্য এই ক্রিকেটারদের আবারও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে লীগ টেবিলে দলগুলোর অবস্থান এবং প্লে-অফের সমীকরণের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়া হবে কারা পুনরায় বিপিএলে যোগ দেবেন।

শ্রীলঙ্কা সিরিজের পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

এরমধ্যে রংপুরে খেলছেন ফাহিম আশরাফ, খাজা নাফে ও মোহাম্মদ নাওয়াজ। রাজশাহীতে শাহিবজাদা ফারহান এবং ঢাকা দলের হয়ে খেলছেন সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান।

সম্প্রতি