image

মৌলভীবাজার ও রংপুর চ্যাম্পিয়ন

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

জাতীয় কাবাডির পুরুষ বিভাগে মৌলভীবাজার ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। রোববার, (২৮ ডিসেম্বর ২০২৫) জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়েছিল তারা। মেয়েদের বিভাগের ফাইনালে রংপুর ৪১-৩৫ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে ২৩-১৫ পয়েন্টে এগিয়েছিল রংপুর।

চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন মৌলভীবাজারের সাইদুল ইসলাম ও রংপুরের অন্তরা। সেরা রেইডার আবুল কাশেম (খুলনা) ও নাহিদা ( ব্রাহ্মণবাড়িয়া) এবং সেরা ডিফেন্ডার তারেক (মৌলভীবাজার) ও রোজিনা (রংপুর)।

গত ২৯ জুলাই বগুড়ায় ‘পদ্মা জোন’-এর খেলার মাধ্যমে এই আসর শুরু হয়েছিল। সারাদেশকে ৮টি জোনে (পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রূপসা, ধানসিঁড়ি, সুরমা ও মধুমতি) ভাগ করে জোনাল পর্ব অনুষ্ঠিত হয়।

জোনাল চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত আন্তঃজেলা পর্ব থেকে সেমিফাইনালে ওঠা চারটি দল এখন সার্ভিসেস দলগুলোর সঙ্গে মূল জাতীয় চ্যাম্পিয়নশিপে লড়াই করবে। রোববার, খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।

সম্প্রতি